E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা আবদুল্লাহ’র স্মরণ সভা ও বিশেষ দোয়া

২০২৪ জুন ০৭ ১৬:৫৭:১০
বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা আবদুল্লাহ’র স্মরণ সভা ও বিশেষ দোয়া

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্খীরা শ্রদ্ধাবনত চিত্তে স্মরণ করলেন শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ সংগঠক, ’৭৫ এর ১৫ আগস্ট শহীদ হওয়া সুকান্ত আবদুল্লাহর মাতা, ঘাতকের বুলেটবিদ্ধ সাহান আরা আদুল্লাহকে। 

আজ শুক্রবার সাহান আরা আবদুল্লাহর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা দলীয় কার্যালয়ে স্মরণসভা ও রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, এফবিসিআই পরিচালক সেরনিয়াবাত মঈনুদ্দীন আবদুল্লাহ ও বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহর মাতা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, বরিশাল জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শহীদ জননী, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহ’র স্মরন সভায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে স্মৃতিচারণ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হকের পরিচালনায় দোয়া-মিলাদে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান ও আনারস মার্কা প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সহ-সভাপতি মো. রুস্তুম সেরনিয়াবাত, আব্দুস ছাত্তার মোল্লা, সাবেক অধ্যাপক আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়াসহ উপজেলা আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকগন ছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ওই দিন দুপুরে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমা সাহান আরা আবদুল্লাহর রুহের মাগফরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৭ জুন রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাহান আরা আবদুল্লাহ শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছিলেন।

(টিবি/এসপি/জুন ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test