E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

পাংশায় পূর্ব বিরোধের জেরে হামলায় আহত ২, বাড়িঘর ভাঙচুর লুটপাট

২০২৪ জুন ০৬ ১৯:২৯:৩৯
পাংশায় পূর্ব বিরোধের জেরে হামলায় আহত ২, বাড়িঘর ভাঙচুর লুটপাট

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দড়ি বাংলাট গ্রামে পূর্ব বিরোধের জের ধরে ২ জনকে রড়, হাতুড়ি ও চাইনিজ কুরাল দিয়ে পিটিয়ে আহত করেছে। একইসাথে অন্তত ৪টা বাড়ি ভাঙচুর ও লুটপাট করা করা হয়েছে। 

আহতরা হলেন- বাংলাট গ্রামের নায়েব শিকদার ও আজিজ শিকদার। আহতদের অবস্থা গুরুত্বর হওয়ায় তাদের ২ জনইকে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

জানা গেছে, বুধবার রাত ৮ টার দিকে পার্শ্ববর্তী মাজাইল বাজার থেকে নিজ বাড়িতে আসার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা শহিদুল ইসলাম অরফে সাইদুল্লাহ, হাকিম মন্ডল, আনিছুল্লাহ মন্ডল, হামিদুল মন্ডল, রাসেল মন্ডল, সাত্তার মন্ডল, জসিম মন্ডল, আক্তার মন্ডল, আবু তালেব মন্ডল, আজাদ মন্ডল সাইদুল ইসলাম, দিলবার মন্ডল,কফিল উদ্দিন, ইসলাম মন্ডলসহ অজ্ঞাত দুর্বৃত্তরা আজিজ শিকদার ও নায়েব আলী শিকদারকে লোহার রড় হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুত্বর আহত করে। পরে ওই দুর্বত্তরা বাংলাট গ্রামে ৪টি বাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর শেষে তারা লুটপাট করেছে বলে আজিজ শিকদারের পরিবারের লোকজন জানিয়েছেন।

এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে দির্ঘদিন ধরে দলীয় ও সামাজিক বিরোধ ও জমি সংক্রান্ত নানা বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলমান ছিল। ওই এলাকায় সামাজিক ভাবে নানা উত্তেজনা চললে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বেধে যায়।

এ সংবাদ শুনে পাংশা থানার অফিসার্স ইনচার্জ স্বপন কুমার মজুমদার রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ সংবাদ লেখাকালিন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলে জানা যায়।

পাংশা থানার অফিসার্স ইনচার্জ স্বপন কুমার মজুমদার বলেন, এ সংবাদ শুনে আমরা ঘটনা স্থলে যাই এখন পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এদিকে আহত নায়েব আলীর ভাই আজিজুল ইসলাম বাদী হয়ে পাংশা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ সংবাদ লেখাকালিন আহত নায়েব আলী ও আজিজ শিকার ফরিদপুর শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এখনও তাদের অবস্থা আশস্কা মুক্ত নয় বলে আহতদের স্বজনরা জানিয়েছেন।

(একে/এসপি/জুন ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test