E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ঈশ্বরদীতে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

২০২৪ জুন ০৬ ১৬:০৯:০৪
ঈশ্বরদীতে সহপাঠীর ছুরিকাঘাতে স্কুলছাত্র আহত

ঈশ্বরদী প্রতিনিধি : ঝগড়াঝাটির জের ধরে পাবনার ঈশ্বরদীতে সিফাত হোসেন সিয়াম (১৫) নামের দশম শ্রেণীর ছাত্র সহপাঠীর ছুরিকাঘাতে হয়েছে। 

বুধবার (৫ মে) দুপুরে সরকারি সাঁড়া মাড়োয়ারী মডেল স্কুল এন্ড কলেজর পেছনের শিশু বাগানে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত সিয়াম ঈশ্বরদী আলোবাগ এলাকার তপন সরদারের ছেলে। এ ঘটনায় পুলিশ ১ জনকে আটক করেছে।

হামলাকারী সিয়াম শহরের সাঁড়া গোপালপুর এলাকার বাবু সরদারের ছেলে। আহতরা এবং হামলাকারী উভয়েই সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র।

শিক্ষার্থীরা জানায়, বুধবার স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থীদের ইসলাম ধর্ম বিষয়ের প্রাক-নির্বাচনী পরীক্ষা ছিল। পরীক্ষা শেষে স্কুল থেকে বের হলে সহপাঠী সিয়াম সরদার (১৫) এর ছুরিকাঘাতে দশম শ্রেণির ছাত্র সিফাত হোসেন সিয়াম (১৫) ও ফিরোজুল কবির ইসতিয়াক আহত হয়। পরে তাদের নিকটতম কামিনি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সিয়ামের সহপাঠী আল মেহেরাব দিগন্ত জানান, বেশ কিছুদিন যাবৎ সিফাতের সাথে সিয়ামের ঝগড়াঝাটি চলছিল। তারই রেশ ধরে আমরা পরীক্ষা শেষে স্কুল থেকে বের হয়ে বাড়ী যাওয়ার পথে স্কুলের পিছনে আগে থেকে ওঁত পেতে থাকা সিয়াম সরদার, আরাফাত সিয়াম , নিরব, নিহাল পরিকল্পিতভাবে ঝগড়া শুরু করে। এরই এক পর্যায়ে সিয়াম সরদার ছুড়ি বের করে সিফাত হোসেন সিয়ামের শরীরের পেছন দিকে একাধিক আঘাত করে। আমরা সিফাতকে উদ্ধার করে পাশের কামিনী হাসপাতালে চিকিৎসার নিয়ে যায়।

কামিনী হাসপাতালের স্বাস্থ্য সহকারী মিজান জানান, সিফাতের উরুতে ৩ টি গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। সেখানে ৭টি সেলাই দেওয়া হয়েছে। ক্ষতগুলো গভীর হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজন।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহীন বলেন, অফিসিয়াল কাজে ঢাকায় আছি। তবে ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও অপ্রত্যাশিত। ঘটনা শুনে শিক্ষকদের ঘটনাস্থলে পঠিয়েছি। আহতের পরিবারের সাথে কথা বলে সমবেদনা জানিয়েছি।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বন্ধুদের মধ্যে গোন্ডগোলের সুত্র ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিরব নামের একজন আটক হয়েছে জানিয়ে তিনি বলেন, সিয়ামের বাবা তপন সরদার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

(এসকেকে/এসপি/জুন ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test