E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আমতলীতে ফোরকান ও তালতলীতে মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

২০২৪ জুন ০৬ ১৩:৪৮:৩৭
আমতলীতে ফোরকান ও তালতলীতে মিন্টু উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

মোঃ শাজনুস শরীফ, বরগুনা : জেলা  ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বরগুনার আমতলী ও তালতলী উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়েছে।

বুধবার (৫ জুন) অনুষ্ঠিত নির্বাচনে আমতলী উপজেলার ৬৫টি ও তালতলী উপজেলার ৩৩টিসহ মোট ৯৮টি ভোট কেন্দ্র হতে প্রাপ্ত ফলাফলে আমতলী উপজেলায় আলহাজ্ব গোলাম ছরোয়ার ফোরকান (আনারস) ৩৭১৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলমান উদ্দিন আহমেদ সুহাদ তালুকদার (মোরটসাইকেল) ১০৮৯১ ভোট পেয়েছেন।

অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আলতাফ হাওলাদার (উটপাখি) ১৯৬৫ ভোট ও অ্যাডঃ মোঃ মোশাররফ হোসেন (ঘোড়া) পেয়েছেন ৩৬৭ ভোট।

বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ২৬২৯৭।

অপরদিকে তালতলী উপজেলার ৩৩টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মোঃ মনিরুজ্জামান মিন্টু (আনারস) ২০৩৯৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজবি উল কবির জোমাদ্দার (ঘোড়া) ১৮৪১৩ ভোট পেয়েছেন।

অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোস্তাফিজুর রহমান (মোটর সাইকেল) ৮৩৮৮ ভোট পেয়েছেন।

বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ১৯৮৩।

(এসএস/এএস/জুন ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test