E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে দস্যুতা সংঘটিত হওয়ায় মামলা

২০২৪ জুন ০৬ ১৩:৪৫:৫৮
মহম্মদপুরে দস্যুতা সংঘটিত হওয়ায় মামলা

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা মহম্মদপুরে পলাশবাড়ীয়া ইউনিয়নের চর-যশোবন্তপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম স্বপন এর বাড়িতে এক দস্যুতা সংঘটিত হয়েছে।

এ বিষয়ে বাড়ির গৃহকর্তা প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম স্বপন জানান, ৪ জুন দিনগত গভীর রাতে তার বসত ঘরে কাঠের তৈরি সুপারির গাছ জানালার শিক ভেঙে ভিতরে প্রবেশ করে ছোট এক দস্যুসহ দুজন। পরে দস্যুরা থানার লোক পরিচয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রধান শিক্ষক শরিফুল ইসলাম স্বপনের হাত পা মুখ বাঁধে। স্বামীর জীবন বাঁচাতে এক পর্যায়ে তার স্ত্রী মোছাঃ লতিফা খানম তাদের ভয়ে আলমারি ওয়াড্রাফের চাবি দিতে বাধ্য হয়। পরে লতিফা খানমের হাত পাও মুখ বেঁধে ফেলে। ঘটনার রাতে ৩ দস্যু ঘরের ভিতর প্রবেশ করে বাড়ির সবাইকে ভয়-ভীতি প্রদর্শন করে। দস্যুদের এক জনের মুখ গামছা দিয়ে বাঁধা অপর দুজনের মুখে মার্কস বাধা ছিল বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানায়।

এ সময় তারা ওই পরিবারের ১০ ভরি ৯ আনা ওজনের স্বর্ণালংকার নগদ ১ লাখ ৯২ হাজার টাকা দুটি মোবাইল ফোন অ্যান্ড্রয়েড নিয়ে পালিয়ে যায়। এ সংবাদ জানতে পেরে ৫ জুন সকালে মোঃ মোস্তাফিজুর রহমান সহকারী পুলিশ সুপার শালিখা সার্কেল মাগুরা,মহম্মদপুর-থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বোরহান উল ইসলাম ও সংশ্লিষ্ট বিট পুলিশের অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ বোরহান উল ইসলাম জানান, এ ঘটনায় মোঃশরিফুল ইসলাম বাদী হয়ে মহম্মদপুর থানায় অজ্ঞাতনামা দস্যুতা মামলা করেছেন।

(বিএসআর/এএস/জুন ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test