E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ক্যাম্পাসে ধূমপানের প্রতিবাদ করায় হামলা, আহত ৩

২০২৪ জুন ০৪ ১৯:২৬:৩৫
ক্যাম্পাসে ধূমপানের প্রতিবাদ করায় হামলা, আহত ৩

স্বাধীন মুহাম্মদ আব্দুল্লাহ, যশোর : যশোর জিলা স্কুল ক্যাম্পাসে বহিরাগত কিশোর গ্যাংয়ের হামলায় তিনজন ছাত্র আহত হয়েছে। মঙ্গলবার (৪ জুন) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো, জিলা স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী শিহাব আহমেদ, রাফি চৌধুরী ও বাদশা ফয়সাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী সবুজ হোসেন।

জিলা স্কুলের আহত শিক্ষার্থী রাফি চৌধুরী জানান, জিলা স্কুলে তাদের পরীক্ষা চলছে। তারা পরীক্ষা দিয়ে দুপুর দেড়টার দিকে স্কুলের সামনে আসলে অজ্ঞাত ৭ থেকে ৮ জন তাদের ওপর হামলা চালায়। এসময় তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে তিনি ও শিহাবসহ আরও কয়েকজন আহত হন।

আহত স্কুলছাত্র শিহাব জানায়, সোমবার দুপুরে মোল্লাপাড়া এলাকার কিশোর গ্যাং নেতা তাহসিনের ছোট ভাইসহ ৩ থেকে ৪ জন স্কুল ক্যাম্পাসে সিগারেট খাচ্ছিল। এ সময় শিহাবসহ তার সহপাঠীরা প্রতিবাদ করে। এ ঘটনার পর মঙ্গলবার শিহাব ও রাফি দশম শ্রেণির প্রি টেস্ট অর্থনীতি পরীক্ষা দিয়ে বের হলে ৩ থেকে ৪ জন কিশোর গ্যাংয়ের সদস্য তাদের ছুরিকাঘাত করে জখম করে। এ সময় ঠেকাতে গেলে সবুজের ছুরিকাঘাতে সবুজ নিজে আহত হয়। পরে শিক্ষকদের সহযোগিতায় উভয় পক্ষের আহত তিনজনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে জিলা স্কুলের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন বলেন, ধূমপান করা নিয়ে পূর্ব শত্রুতার কারণে বহিরাগত ছাত্রদের হামলায় তিন ছাত্র আহত হয়েছে। বিষয়টি থানা পুলিশকে অবগত করা হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ছুরিকাঘাতে তিন স্কুলছাত্র আহতের খবর পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।

(এসএ/এসপি/জুন ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৮ অক্টোবর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test