E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র‍্যালি 

২০২৪ জুন ০৪ ১৮:৩৫:০৯
মহম্মদপুরে দুর্নীতি প্রতিরোধ ও সচেতনতা বিষয়ক র‍্যালি 

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধে আমরা ঐক্যবদ্ধ দুর্নীতি প্রতিরোধ সচেতনতা বিষয়ক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-নিগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উন্নয়ন সহায়ক কর্মসূচির আওতায় শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে অন্যান্য অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন উপজেল ভাইস চেয়ারম্যান মোঃ বরকত আলী,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মিয়া, উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মোছাঃ বেবী নাজনীন, নহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তৈয়েবুর রহমান তুরাপ প্রমূখ।

উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভুক্ত উপকারভোগী ২৯ জন ছাত্রী। মোট শিক্ষাবৃত্তির পরিমাণ ১ লাখ ২১ হাজার টাকা। প্রাথমিক পর্যায়ে ১৫ জনকে ২ হাজার ৫০০ টাকা হিসাবে প্রদান করা হয়। মাধ্যমিক পর্যায়ে ৬ জনকে ৬ হাজার টাকা, কলেজ পর্যায়ে ৫ জনকে ৯ হাজার ৫০০ টাকা দেওয়া হয়। এছাড়া মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ৩ জন শিক্ষার্থীকে ৩টি বাইসাইকেল প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সদস্য ড. শ্রী বীরেন শিকদার। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মহিলাদের আত্ম কর্মসংস্থানের জন্য ক্ষুদ্রঋণ কর্মসূচীর আওতায় ২৩ জন নারীকে ঋণের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৪ সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় গ্রুপ-ক ১ম ও দ্বিতীয় ৩ জন এনং গ্রুপ-খ তৃতীয-পঞ্চম শ্রেণীর ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ চিত্রাংকন প্রতিযোগিতা প্রথম থেকে দ্বিতীয় শ্রেণী -৩ জন, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর-৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।

একইদিনে তথ্য আপা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য আপা যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প দ্বিতীয় পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে বিশেষ উঠান বৈঠক উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত উপজেলা সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. বীরেন শিকদার এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডল। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ ওয়াহিদুজ্জামান।

(বিএস/এসপি/জুন ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test