E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

রাজৈরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, ভাবি গ্রেফতার

২০২৪ জুন ০৩ ১৪:৩৪:৪৭
রাজৈরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু, ভাবি গ্রেফতার

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈরে বাড়ির সীমানার জায়গা নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই মারা গেছেন।

রবিবার (২ জুন) রাত সাড়ে ৭টার দিকে রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের শংকরদী গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত লাবলু বয়াতী (৪৫) একই গ্রামের মৃত ইস্রাফিল বয়াতীর ছেলে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুল বেগমকে গ্রেফতার করেছেন।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সীমানার জায়গা নিয়ে আপন দুই ভাই বাবুল বয়াতী ও লাভলু বয়াতীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলেন। এরই জেরে ছোট ভাই লাভলু বয়াতী রবিবার মাগরিবের নামাজ পড়ে বাড়িতে আসলেন। তখন বড় ভাই বাবুল বয়াতীর সাথে ছোট ভাই লাভলু বয়াতীর কথা কাটাকাটির এক পর্যায় দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি হয়। এ সময় ছোট ভাই লাভলু মাটিতে লুটে পড়ে যান। পরে লাভলুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

প্রত্যক্ষদর্শী নিহতের বোন ফরিদা বেগম বলেন, বাড়ির জায়গা নিয়ে আমার বড় ভাই ও ছোট ভাইয়ের মধ্যে মারামারি হয়। এসময় ছোট ভাই মারা যান।

নিহতের স্ত্রী নাছিমা বেগম বলেন, আমার ভাসুর বাবুল বয়াতী আমার স্বামীকে মারপিট করে মেরে ফেলেছেন। আমি এই হত্যার বিচার চাই।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, এই ঘটনায় বড় ভাই বাবুল বয়াতীর স্ত্রী পারুল বেগমকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

(এসএসএ/এএস/জুন ০৩, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test