E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাংশায় ২৬ জন কার্ডধারী জেলের মাঝে বকনা বাছুর বিতরণ 

২০২৪ জুন ০১ ১৯:২৬:৪৯
পাংশায় ২৬ জন কার্ডধারী জেলের মাঝে বকনা বাছুর বিতরণ 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ২৬ জন কার্ডধারী জেলের মাঝে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে পাংশা উপজেলা পরিষদের প্রাঙ্গণে বকনা বাছুর গরু বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম।

প্রধান অতিথির বক্তব্যে রেলমন্ত্রী বলেন, মা ইলিশ মাছ সম্পদ রক্ষায় সরকার আপনাদের সহায়তা দিচ্ছে। সরকারের দেয়া সহায়তা সঠিক ভাবে ব্যবহার করে আপনারা ইলিশ সম্পদ উন্নয়নে ভূমিকা রাখবেন। সরকারের বিধান অমান্য করে করে জাটকা ধরবেন না। যারা সরকারি নির্দেশ অমান্য করে জাটকা ধরবেন তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। আর মনে রাখবেন এই বকনা বাছুর গরু কেউ বিক্রি করবেন না বা অন্যস্থানে হস্তান্তর করবেন না। ভালোভাবে পালন করতে গরুর যত্ন নিবেন। নিকটস্থ প্রাণিসম্পদ অধিদপ্তরের যোগাযোগ করে চিকিৎসকের পরামর্শ নিবেন। এ গরু দেওয়া হচ্ছে আপনার ভাগ্য উন্নয়নের জন্য।

পাংশা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাংশা উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা পৌর মেয়র ওয়াজেদ আলী, হাবাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ সজীব হোসেন, কশবামাঝাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শাহারিয়ার মাহামুদ সুফল, পাংশা উপজেলা যুবলীগের যুগ্ন আহবায় জালাল উদ্দীন বিশ্বাস, পাংশা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার, কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, মৎস্য কর্মকর্তা আবু সাইদ সহ আরো অনেকে।

(একে/এসপি/জুন ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test