E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

কৃষি ও মৎস্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে : রেলমন্ত্রী

২০২৪ জুন ০১ ১৮:৩৩:০৫
কৃষি ও মৎস্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে : রেলমন্ত্রী

একে আজাদ, রাজবাড়ী : রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে আজ কৃষি ও মৎস্য খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। প্রযুক্তিগত উন্নয়ন চলমান রয়েছে। স্থানীয়ভাবে এ সকল মেলা সকলের মধ্যে আরো উৎসাহ যোগাবে।

আজ শনিবার দুপুরে পাংশা উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার উদ্বোধনী অুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন।

পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার-কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ‘কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত) এর আওতায় কৃষি মেলা’ ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে উপকরণ (বকনা বাছুর) বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী।

অনুষ্ঠানে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলমন্ত্রী মোঃ জিল্লুল হাকিম এমপি। বিশেষ অতিথি হিসাবে
উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের জনসংযোগ কর্মকর্তা ড. মোঃ আব্দুর রাজ্জাক, পাংশা উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ, উপজেলা মৎস্য অফিসার সাঈদ আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ প্রমুখ।

(একে/এসপি/জুন ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test