E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

মেলান্দহে ৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, ইউপি সদস্য গ্রেফতার

২০২৪ মে ৩১ ১৮:৩১:২৫
মেলান্দহে ৮ লাখ টাকার গাঁজা উদ্ধার, ইউপি সদস্য গ্রেফতার

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে নিজবাড়ি থেকে এক মণ গাঁজাসহ দুরমুট ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. বেলাল শেখকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৩১ মে) সকালে সাত দিনের রিমান্ড আবেদনসহ মাদক আইনে ওই ইউপি সদস্যকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে তাকে গতকাল রাত প্রায় ১টার দিকে দুরমুট ইউনিয়নের মাইচ্ছা পাড়া গ্রামে তার নিজবাড়ি থেকে এক মণ গাঁজাসহ গ্রেফতার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ (১) সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএমের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি ১) অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমনের নেতৃত্বে মাইচ্ছা পাড়া গ্রামে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে এসআই (নি.) মো. আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রাত ১২ টা ৫০ মিনিটে তাকে তার নিজবাড়ি থেকে এক মণ গাঁজাসহ ওই ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তার বসতঘর হতে দুটি সাদা প্লাস্টিকের বস্তার একটিতে ২৬ কেজি এবং অপরটিতে ১৪ কেজি মোট ৪০ কেজি গাজাঁ উদ্ধার করা হয়।

ওই ইউপি সদস্য বেশ কিছুদিন ধরে সবার অগোচরে মাদকের ব্যবসা করে আসছিল। এ ঘটনায় গ্রেফতারকৃত ইউপি সদস্যর বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর ১৯(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় পুলিশ সূত্র।

এ বিষয়ে জেলা গোয়েন্দা শাখার (১) অফিসার ইনচার্জ কাজী শাহনেওয়াজ ইমন জানান, আসামিকে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য আট লাখ টাকা। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় চলমান রয়েছে বলেও জানান তিনি।

(আরআর/এসপি/মে ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test