E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

ফরিদপুরে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশন

২০২৪ মে ৩১ ১৮:২১:৫১
ফরিদপুরে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশন

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। ফরিদপুরের চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়।

আজ শুক্রবার সকালে ভার্চুয়ালি এই সেবামূলক কার্যক্রমটির উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ ওরফে এ কে আজাদ।

বিনামূল্যে চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদপুর সদর ৩ আসনের সংসদ সদস্য এ কে আজাদ বলেন, আয়োজকদের আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, তারা দরিদ্র অসহায় সেই সব মানুষের সেবা দিতে যাচ্ছেন যারা চোখ থাকতে অন্ধ, টাকার জন্য যারা চিকিৎসা করতে পারছেন না। মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে নিঃস্বার্থভাবে কাজ করছেন, যা একটি মহান কাজ। এটি একটি মানবতার অনন্য উদাহরন বলেও মন্তব্য করেন এ কে আজাদ।

এসময় আয়োজকদের ও ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, পাঁচশ রোগীকে তারা বিনামূল্যে সানি অপারেশন করে লেন্স স্থাপন করবেন, প্রতিটি অপারেশনে ৩০ থেকে ৪০ হাজার টাকা ব্যয় হবে, এটি অনেক বড় উপকার এই অসহায় মানুষগুলোর জন্য।

এ কে আজাদ আশাবাদ ব্যক্ত করে বলেন, কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড এন্ড রিলিফ সেন্টার শুধু চরভদ্রাসনে নয়, ফরিদপুর সদরের পদ্মার চরের হতদরিদ্র চোখের রোগীদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে চিকিৎসা সেবা দিবে, এটি আমাদের প্রত্যাশা। এসময় তিনি জানান, 'এই এলাকার এমপি নিক্সন চৌধুরী ও আমি আপনাদের পাশে থাকবো, সব ধরনের সহযোগিতা করব'।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সেবা সংস্থা কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্র ও আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর উর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ, চরভদ্রাসন থানার ওসি আব্দুল ওহাব, এ ক্যাম্পের সমন্নয়ক একেএম লুৎফর রহমান, চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ও গাজিরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

আন্তর্জাতিক সেবা সংস্থা কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের অর্থায়নে ও আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর আয়োজনে এ চক্ষু ক্যাম্পে ৫ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ৫ শত রোগীর ছানি অপারেশন ও লেন্স স্থাপন করা হবে। রোগীদের অপারেশন, ঔষধ, চিকিৎসাকালীন থাকা খাওয়াসহ যাবতীয় খরচ বহন করবে সংস্থাটি। আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন পরিচালিত ঢাকার আল-নূর চক্ষু হাসপাতাল ও মক্কা চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারসহ সর্বমোট ১৩ জন ডাক্তার ও একশত জনের মেডিকেল টিম এ ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবেন বলে আয়োজক সংগঠনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

(আরআর/এসপি/মে ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test