E Paper Of Daily Bangla 71
World Vision
Walton New
Mobile Version

সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন জেলে 

২০২৪ মে ৩১ ১৮:১৭:৫১
সুন্দরবনের নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ তিন জেলে 

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে  নদীতে মাছ ধরতে গিয়ে তিন জেলে নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের কবলে পড়ে মাছ ধরার নৌকাসহ তার নিখোঁজ  হন। আজ শুক্রবার নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করেন।

নিখোঁজ জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাবুর আলীর ছেলে মোঃ সাইদুর রহমান (৪২), একই গ্রামের মোঃ হযরত আলীর ছেলে মোঃ হায়দার আলী (৩০) ও গোলাম রব্বানীর ছেলে লিফন (৩০)।

নিখোঁজ জেলে সাঈদুর রহমানের ভাই আবু সালেহ জানান, গত ২৫ মে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের কোবাদক ফরেস্ট স্টেশন থেকে পাস (অনুমতি পত্র) নিয়ে সুন্দরবনে মাছ ধরতে যান ভাইসহ তিনজন। তাদের সাথে আরো একটি নৌকাসহ মোট দুইটি নৌকায় ৬ জন জেলে ছিল। বনে যাওয়ার দিন শনিবার (২৫ মে) বিকিলে মোবাইল ফোনের মাধ্যমে তাদের সাথে সর্বশেষ যোগাযোগ হয় পরিবারের সদস্যদের। ঘূর্ণিঝড় রেমালের পর থেকে গত এক সপ্তাহ তাদের সাথে আর যোগাযোগ করা করতে পারেননি তারা। নিখোঁজ স্বজনরা কোথায় আছে, কি অবস্থায় আছে? এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তারা।

তবে তাদের সাথে যাওয়া অন্য নৌকার জেলেদের সাথে যোগাযোগ হয়েছে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যদের।

তাদের উদ্ধৃতি দিয়ে নিখোঁজ জেলেদের পরিবারের সদস্যরা জানান, ওই তিন জেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারাও তাদের খোঁজ করছেন।

আবু সালেহ আরও জানান, তাদের নিখোঁজের খবর সুন্দরবনের কোবাদক স্টেশনে জানানো হয়েছে। শুক্রবার বিকেলে খুলনার নলিয়ান স্টেশন অফিসে জানানো হয়েছে।

এদিকে কোবাদক স্টেশনের স্টেশন অফিসার মোবারক হোসেন বলেন, এখনো পর্যন্ত তার কাছে এ নিয়ে কোন অভিযোগ করা হয়নি।

পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ জেড এম হাছানুর রহমান জানান, সুন্দরবনের মাছ ধরতে যাওয়া তিন জেলে নিখোঁজের খবর পেয়েছেন। যাচাই-বাছাই করে কতজন সুন্দরবনে গিয়েছিল এবং কতজন ফিরেছে তাবদেখা হচ্ছে। তথ্য পেলে দ্রুত নিখোঁজ জেলেদের উদ্ধারে কাজ করবে বন বিভাগ।

(আরকে/এসপি/মে ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

২৮ জুন ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test