E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফুলপুরে লেয়ার মুরগি পালন করে বিপাকে দুই খামারি

২০২৪ মে ৩১ ১৭:৩৩:২১
ফুলপুরে লেয়ার মুরগি পালন করে বিপাকে দুই খামারি

শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে লেয়ার মুরগি পালন করে বিপাকে পড়েছেন তাজ উদ্দিন ও এনামুল হক নামের দুই কৃষক।

জানা যায়, উপজেলার বালিয়া ইউনিয়নের পাঠান বাড়ীর সামসুদ্দীন পাঠানের ছেলে তাজ উদ্দিন পাঠান গরু ও ছাগলের একজন সফল খামারি। কিছুদিন পূর্বে তিনি নিকটতম এক আত্মীয়ের পরামর্শে লাভের আশায় লেয়ার মুরগির একটি খামার গড়ে তুলেন। কিন্তুু মুরগির বাচ্চা মিসেল হওয়ায় এখন লোকসানের দুশ্চিন্তায় পড়েছেন তিনি। একই অবস্থা উপজেলার রূপসী ইউনিয়নের মীর বাড়ীর আরেক খামারী এনামুল হকের। মোবাইল ব্যবসা ছেড়ে দিয়ে উদ্যোক্তা হবার আশায় লেয়ার মুরগির খামার করেন তিনি। ৬ শত লেয়ার মুরগির বাচ্চা নিয়ে শুরু করা খামারটিই এখন তার দুশ্চিন্তার কারণ।

খামারি তাজ উদ্দিন ও এনামুল হক জানান, উপজেলার বালিয়া বাজারের একজন ব্যবসায়ীর কাছ থেকে খামারের জন্য লেয়ার মুরগির বাচ্চা ও খাদ্য নেন তারা। ওই ব্যবসায়ীই তাদের সাথে প্রতারণা করে সঠিক বাচ্চা দেননি।

লেয়ার মুরগির নতুন খামারি হওয়ায় ব্যবসার মারপ্যাঁচ বুঝতে না পেরে শুরুতেই প্রতারিত হয়েছেন তারা দুইজন। তাদের দুটি খামারে ২ হাজার মুরগির মধ্যে এখন দেখা গেছে ৪ শতই মোরগ। যার কারণে খামার করে লোকসানের প্রহর গুণছেন তারা।

অভিজ্ঞ খামারিদের মতে তাদের খামারের মুরগিগুলো ডিম দিবে সর্বোচ্চ ৬০ পার্সেন্ট। কিন্তুু ৯০ পার্সেন্টের উপরে ডিম প্রোডাকশন না হলে তাদের বড় অংকের লোকসান গুনতে হবে।

(এসআই/এসপি/মে ৩১, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test