E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা

২০২৪ মে ৩০ ১৯:০৬:০৩
পাবনার ঈশ্বরদীতে নির্বাচন পরবর্তী সহিংসতা

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল মার্কার নির্বাচন করায় আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ ও তার ভাই-ভাতিজার ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে সাঁড়া ইউনিয়নের আরামবাড়ীয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। এতে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখ করে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পুকলকে উঠিয়ে নিয়ে মারধর করার খবর পেয়ে আব্দুর রশিদ তার ভাই ভাতিজা সহ পুলককে উদ্ধার করতে যায়। পুলককে উদ্ধার করতে যাওয়ার পর সাহান সরদারের অফিসের সামনেই আব্দুর রশিদ, আব্দুর রকিব, রবিন, রশিদের ছেলে জাহিদ হাসান সাকিব, ভাতিজা পশর, মেহেদী ও জিসানকে বেধরক মারধর করে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান রানা সরদারের সমর্থকরা।

প্রধান ভুক্তভোগী শেরেজাহান হোসাইন পুলক বলেন, আমাকে মর্ডান কম্পিউটারের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে বাজারের বটগাছ সংলগ্ন সাগর সরদারের অফিসের ভেতরে নিয়ে যায়। সেখানে সাহান সরদার আমার মাথায় বিদেশি পিস্তল লাগিয়ে মেরে ফেলার কথা বলে। সেখানে আবু সামা লোহার রড দিয়ে আমায় মারতে লাগে। সেখানে থাকা সবাই দেশীয় অস্ত্র, লোহার রড, পাইপ, চাপাতি ও লাঠিসোটা দিয়ে আমাকে বেধরক মারধর করে।

ভুক্তভোগী আব্দুর রশিদ বলেন, পুলককে মারধর করা হচ্ছে মোবাইলে খবর পেয়ে আমি আমার ছেলে ভাই ভাতিজা সহ ৭-৮ জন সাহান সরদারের অফিসে গিয়ে পুলককে দেখতে চাইলে মৃত ছানা সরদারের ছেলে আবু সামা সরদার আমাকে বাধা দেয়। আবু সামার সাথে থাকা ছেলেরা আমার সাথে থাকা সবাইকে মারধর করে। কোনমতে ঘটনা স্থল থেকে আমার বাসায় চলে আসি সবাইকে নিয়ে। বাসায় আসার পর ঈশ্বরদী থানার পুলিশ আমার বাড়িতে এসে ঘটনা শুনে এবং প্রশাসনের ওপর ভরসা রেখে ন্যায় দিবেন বলে আশ্বস্ত করেন। আমি দ্বায়িত্বপ্রাপ্ত অফিসারকে আমাদের ওপর করা হামলার সুষ্ঠু বিচার দাবি করেছি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ জানায়, আপনাদের সাথে হওয়া ঘটনা আমরা দেখব। আস্থা রাখুন, আপনারা মারামারি করবেন না। আপনাদের নিরাপত্তার বিষয়টিও আমরা দেখব।

(এস/এসপি/মে ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test