E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লক্ষ্মীপুরে সালাউদ্দিন টিপুর হ্যাটট্রিক জয়

২০২৪ মে ৩০ ১৮:২৪:০৪
লক্ষ্মীপুরে সালাউদ্দিন টিপুর হ্যাটট্রিক জয়

শিমুল সাহা, লক্ষ্মীপুর : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ব‍্যবধানে জয় পেয়েছেন কাপ পিরিচ প্রতীকের প্রার্থী একেএম সালাহ উদ্দিন টিপু। 

তিনি জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান। এ নিয়ে ৩ বার তিনি বিপুল ভোটে জয় লাভ করেন।

বুধবার (২৯ মে) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট শেষে রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফল থেকে এ তথ্য পাওয়া যায়।

লক্ষ্মীপুর সদর উপজেলার ২১ টি ইউনিয়নের ১৯২ কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে টিপু পেয়েছেন ৬৯ হাজার ৭০৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট রহমত উল্যাহ বিপ্লব ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৩৯৭ ভোট। সালাহ উদ্দিন টিপু ৬৩ হাজার ৩০৭ ভোটের ব‍্যবধান বিজয়ী হন।

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে বই প্রতীক নিয়ে ৩৩ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মো. ইউছুফ পাটওয়ারী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীক নিয়ে মো. হাফিজ উল্যাহ পেয়েছেন ৩১ হাজার ১৫৬ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল প্রতীক নিয়ে ৪১ হাজার ৭৬৮ ভোটে ফরিদা ইয়াসমিন লিকা বেসরকারিভাবে বিজয়ী হন। তিনি ২০১৪ সালে মহিলা ভাইস চেয়াম্যান ও পরবর্তীতে জেলা পরিষদের সংরক্ষিত আসনে সদস্য হিসেবে নির্বাচিত জনপ্রতিনিধির দায়িত্ব পালন করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজী খালেদা আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৭১৫ ভোট। তিনি বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, লক্ষ্মীপুর সদর উপজেলায় টানা ৩ বার বিপুল ভোটে জয়ী হলেন সালাহ উদ্দিন টিপু। এর মধ্যে ২০১৪ সালে আওয়ামী লীগ মনোনীত এবং ২০১৮ সালে নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে জয় লাভ করেন তিনি।

(এসএস/এসপি/মে ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test