E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

চুয়াডাঙ্গায় ১ লাখ ৪৫ হাজার ৬৯৮ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

২০২৪ মে ৩০ ১৭:৪৯:১৩
চুয়াডাঙ্গায় ১ লাখ ৪৫ হাজার ৬৯৮ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

শেখ লিটন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে জেলার সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পুরাতন ভবনের এক সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন আয়োজন করেন জেলা সিভিল সার্জন কার্যালয়। এসময় সংবাদ সম্মেলনে জানানো হয় এবছর চুয়াডাঙ্গা জেলায় এক লাখ ৪৫ হাজার ৬৯৮ জন শিশুদের লাল ও নীল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে পহেলা জুনে।

সংবাদ সম্মেলনে চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আওলিয়ার রহমান জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলায় এবার লাল ও নীল রংয়ের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ৬ থেকে ১১ মাস বয়সি ৩ হাজার ৫২২ জন ও ১ থেকে ৫ বছরের ২৫ হাজার ২৩৪ জন শিশুদের, আলমডাঙ্গা উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি ৪ হাজার ৬২০ ও ১ থেকে ৫ বছরের ৩৩ হাজার ৪৭০ জন শিশু। দামুড়হুদা উপজেলা ৬ থেকে ১১ মাস বয়সি ৩ হাজার ৭০৫ ও ১ থেকে ৫ বছরের ২৭ হাজার ২৭২ জন শিশু।

জীবনগর উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সি ২ হাজার ১৮১ ও ১ থেকে ৫ বছরের ১৫ হাজার ৯১৬ জন শিশু। সর্বমোট এবার ১ লাখ ৪৫ হাজার ৬৯৮ জন শিশুদের এ প্লাস ভিটামিন ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগ। আর এই ভিটামিন এ প্লাস খাওয়ানোর জন্য চুয়াডাঙ্গা জেলায় ৯০৬ টি কেন্দ্র করা হবে। এই কেন্দ্র গুলো মোট স্বেচ্ছাসেবক থাকবে ১ হাজার ৮১২ জন ও স্বাস্থ্য সহকারী থাকবে মোট ১৪২ জন।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডাঃ এস এ এম ফাতেহ আকরাম, চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা আখতার হোসেন, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মানিক আকবর, সাধারণ সম্পাদক কামুরুজ্জামান সেলিম, সিনিয়র সাংবাদিক আজাদ মালিতা, শাহ আলম সনি, এম এ মামুন, রফিকুল ইসলাম, আহাদ আলী মোল্লা, রিফাত রহমান, জামান আখতার, জান্নাতুল আওলিয়া নিশি, নাসীর উদ্দীন আহমেদ, সাংবাদিক জিসান আহমেদ, অনিক চক্রবর্তী, শেখ লিটন প্রমুখ।

(এসএল/এসপি/মে ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test