E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

পাবনার ৩ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

২০২৪ মে ৩০ ১৬:৪৬:৩৮
পাবনার ৩ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

নবী নেওয়াজ, পাবনা : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯মে  বুধবার পাবনার তিনটি উপজেলায় ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। নির্বাচনে পাবনা সদর উপজেলায় সোহেল হাসান শাহীন, আটঘরিয়া উপজেলায় তানভীর ইসলাম ও ঈশ্বরদী উপজেলায় এমদাদুল হক রানা সরদার বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ভোটগ্রহণ ও গণনা শেষে বুধবার (২৯ মে) রাতে বেসরকারি ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা।

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপের জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্ল্যাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।

পাবনা সদর উপজেলার ১৬৩টি ভোট কেন্দ্রের ঘোষিত বেসরকারি ফলাফলে সোহেল হাসান শাহীন মোটরসাইকেল প্রতীকে ৬৫ হাজার ৭৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু সাইদ খান হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ১০০ ভোট।

আটঘরিয়া উপজেলায় ৪৫টি ভোট কেন্দ্রের ফলাফলে তানভীর ইসলাম মোটরসাইকেল প্রতীকে ৪০ হাজার ৫৫৯ ভোট পেয়ে বেসরকাভিাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রকৌশলী সাইফুল ইসলাম কামাল ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৭৬৭ ভোট।

ঈশ্বরদী উপজেলায় ৮৪টি ভোট কেন্দ্রের ফলাফলে এমদাদুল হক রানা সরদার আনারস প্রতীকে ৩৯ হাজার ১৭০ ভোট পেয়ে বেসরকাভিাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবুল কালাম আজাদ মিন্টু মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৭ হাজার ২৩০ ভোট।

(এনএন/এসপি/মে ৩০, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test