E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা 

২০২৪ মে ২৯ ১৭:১০:৪৩
সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা 

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীর সুবর্ণচর উপজেলা প্রকৌশলী পদে ৩ বছর পূর্তি উপলক্ষে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহজালাল আল মামুনকে সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ বুধবার বিকেল ৩ টায় উপজেলা হল রুমে এ সংবর্ধনার আয়োজন করে উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

৩ বছরের কর্মজীবন নিয়ে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মোঃ ইসহাক মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য মোঃ আতিক উল্লাহ সুজন, উপজেলা এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী মোঃ রবিউল আলম, উপ-সহকারী প্রকৌশলী নুর ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী, মোঃ ইকরাম হোসাইন, ল্যাব টেকনিশিয়ান, মোঃ দুলাল মিয়া, হিসাব রক্ষক, মোঃ শাহাবুদ্দিন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক, মোঃ আব্দুর রহমান, মোস্তফা কামাল কাজল, মোঃ আব্দুল্লাহ আল মামুন সোহেল, মোঃ জসিম উদ্দিন, ফ্যাসিলেটর মোঃ আব্দুল আজিজ, হিসাব সহকারী, মোঃ আলমগীর হোসেন, কার্য-সহকারী মোঃ বেলাল হোসেন, ইলেকট্রিশিয়ান, মোঃ নুরুল হক, অফিস সহকারী, শাহীন আক্তার, অফিস সহায়ক, মোঃ মিজানুর রহমান, অফিস সহায়ক, মোঃ মজনু মিয়া, নিরাপত্তা প্রহরী, মোঃ জিয়াউর রহমান প্রমূখ।

বক্তারা বলেন, সুবর্ণচরে প্রকৌশলীপদে মোহাম্মদ শাহজালাল ৩ বছর আগে যোগদান করে টেকসই উন্নয়নে ভূমিকা রেখেছেন, সড়ক, পোল কালভার্ট, ব্রিজসহ সকল প্রকল্প উন্নয়নকল্পে তিনি কখনো কাউকে ছাড় দেননি, যতটুকু সম্বব তিনি টেকসই উন্নয়ন, কাজের গুনগতমান ধরে রাখতে দিনরাত পরিশ্রম করেছেন, অফিসের সকল কর্মকর্তা কর্মচারীদের তিনি সব সময় সহযোগিতা করৈছেন কাজ সম্পাদন না করা পর্যন্ত তিনি দিক নির্দেশনা দিয়েছেন। আগামিতেও সুবর্ণচরে টেকসই উন্নয়নে তার ভূমিকা থাকবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রকৌশলী শাহজালালকে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা।

(এস/এসপি/মে ২৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test