E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

পলাশবাড়ীর আমবাগানে আবারো বেপরোয়া বালু ও মাটি ব্যবসায়ীরা

২০২৪ মে ২২ ১৮:১৯:২৮
পলাশবাড়ীর আমবাগানে আবারো বেপরোয়া বালু ও মাটি ব্যবসায়ীরা

রবিউল ইসলাম, গাইবান্ধা : মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা হওয়ার পরও গাইবান্ধার পলাশবাড়ীতে দিনে ও রাতে মহোৎসবে চলছে বালু ও মাটি ব্যবসা। এর ফলে ধ্বংস হচ্ছে গ্রামীণ রাস্তাসহ পানি উন্নয়নবোর্ডের করতোয়া নিয়ন্ত্রণ বাঁধ। 

অনুসন্ধান বলছে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়াপাড়া ও আম বাগান নামক স্থানে এলাকার চিহ্নিত বালু ব্যবসায়ী শফিউল ইসলাম, শরিফুল ইসলাম, সাজ্জাদ হোসেন, রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন বালু ব্যবসায়ী করতোয়া নদী ও নদীর চর থেকে ট্রাক্টর যোগে বালু ও মাটি বিভিন্ন ইটভাটায় নিয়ে যাচ্ছে।

এলাকাবাসী জানায়, প্রতিদিন শতাধিক ট্রাক্টর দিয়ে মাসের পর মাস বছরের পর বছর বালু ব্যবসায়ীরা বালু ব্যবসা অব্যাহত রেখেছে। বিগত দিনে সহকারী কমিশনার (ভূমি) পলাশবাড়ী সরেজমিনে কয়েকবার ট্রাক্টর মালিকদের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করলেও বর্তমানে তারা ওই স্থান গুলো থেকে বালু ও মাটি পরিবহন করে বিভিন্ন ইটভাটায় দিচ্ছে বলে জানা যায়।

অপরদিকে প্রতিনিয়ত করতোয়াপাড়া হতে চেরেঙ্গা বাজার পর্যন্ত ৩ কিঃমিঃ করতোয়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধের উপর দিয়ে বালু ব্যবসায়ীদের ট্রাক্টর ও জ্যাম ট্রাক আসা-যাওয়া করায় ধ্বংসের পথে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেনি বলে এলাকার একাধিক ব্যক্তি জানান।

এলাকাবাসী গ্রামীণ রাস্তা সহ বাঁধ রক্ষার্থে বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবী জানিয়েছেন।

(আরআই/এসপি/মে ২২, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test