E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

লক্ষ্মীপুরের দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে

২০২৪ মে ২১ ১৪:৩৩:০৩
লক্ষ্মীপুরের দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে

শিমুল সাহা, লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের রায়পুর ও রামগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টায় এ দুই উপজেলার ১৮১টি কেন্দ্রে ভোট শুরু হয়, যা টানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটধিকার প্রয়োগ করছেন। উৎসবুখর বাধাহীনভাবে ভোট প্রয়োগ করছেন বলে জানান তারা।

তবে কেন্দ্রগুলোতে নারী ভোটারের চাইতে পুরুষ ভোটারের উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে।

জানা যায়, জেলার রায়পুর ও রামগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদের বিপরীতে মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৪৯৬ জন। ১৮১টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ২২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব, পুলিশ, ৬ প্লাটুন বিজিবি ও আনসার সদস্যরা মোতায়েন রয়েছেন।

(এসএস/এএস/মে ২১, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test