E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে এক পদে লড়ছেন ৫ নারী

২০২৪ মে ২০ ২১:৩৩:৩৬
কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে এক পদে লড়ছেন ৫ নারী

সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : এক পদে লড়ছেন ৫ নারী। আসন্ন কেন্দুয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ নারী মনোনয়নপত্র দাখিল করলেও সৈয়দা স্মৃতি আক্তার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। ফলে এই পদে লড়ছেন ৫ নারী।

এদের মধ্যে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি (ফুটবল), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নারী নেত্রী জাহানারা রোজি (হাঁস), সাবেক চিরাং ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য মোছাঃ ফাতেমা বেগম (পদ্মফুল), কেন্দুয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মীনা আক্তার (প্রজাপতি) ও যুব মহিলা লীগের নেত্রী সুমি আক্তার (কলস) প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

আগামী ৫ জুন নির্বাচনে কে পাবেন জনগনের অকুন্ঠ সমর্থন, কে পড়বেন জয়ের মালা তা এখনই বলা যাচ্ছে না। তবে প্রত্যেকেই নিজ নিজ কৌশল অবলম্বন করে নিজেদের যোগ্যতা জনগনের সামনে তুলে ধরছেন। ঘুরছেন ভোটের মাঠে। প্রত্যেকেই জয়ের ব্যাপারে আশাবাদী বলে তারা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

(এসবিএস/এএস/মে ২০, ২০২৪)

পাঠকের মতামত:

১৩ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test