E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ময়মনসিংহে স্মরণীয় হয়ে থাকবেন মোহাম্মদ খোরশিদ আলম

২০২৪ মে ২০ ১৬:৫৭:৪৬
ময়মনসিংহে স্মরণীয় হয়ে থাকবেন মোহাম্মদ খোরশিদ আলম

নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে গত তিন বছরে আগের তুলনায় মাদক দ্রব্যের বিক্রি, নেশা গ্রহণ ও অপতৎপরতা অনেকাংশে কমেছে বলে একটি সমীক্ষায় দেখা গেছে। এতে অগ্রণী ভূমিকা পালন করেছেন য়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম। এজন্য তিনি ময়মনসিংহবাসীর হৃদয়ে স্মরণীয় হয়ে থাকবেন।

সমীক্ষায় উল্লেখ করা হয়, গত তিন বছরে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন অভিযানে ৯৪ কেজি ৭৯৫ গ্রাম গাঁজা, ২২ হাজার ৫৯৪ পিস ইয়াবা, ১ হাজার ৪৭০ কেজি হেরোইন, ৮ বোতল, ফেন্সিডিল, ১ হাজার ৫শ পিস নেশা জাতীয় দ্রব্য, ট্যাবোন্ডাল ১ হাজার ১৫৪, এ্যাম্পুল ইনজেকশন ৬০৯ এ্যাম ইজিয়াম, ২৭৭ লিটার চোলাই মদ, ৯শ লিটার ওয়াশ/ জাওয়া, ৮৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এছাড়া ৬২ হাজার নগদ টাকা ১১টি মোরাইল সেট ১ টি মোটরসাইকেল এবং ১টি প্রাইভেট কার উদ্ধার করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানিক দল। যার পুরোটাই মনিটরিং করেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাম্মদ খোরশিদ আলম।

এদিকে গত ২১ মে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা শাখার আয়োজনে ময়মনসিংহ জিটিআই মিলনায়তনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অংশ গ্রহণে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।

উল্লেখ্য, ময়মনসিংহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলমের দক্ষ মনিটরিংয়ের মাধ্যমে গত তিন বছরে ময়মনসিংহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানের পাশাপাশি সেমিনার করেছেন ১৫টি, মাদক বিরোধী ওরিয়েন্টেশান করেছেন ১৯২টি, ছাতা প্রদান করেছেন ১৫০টি, জগ দিয়েছেন ১৫০টি, লিফলেট বিতরণ করেছেন ৩০ হাজার, ষ্ট্রিকার ৪ হাজার সহ টি শার্ট কলম ব্যাগ ইত্যাদি বহু মাদক বিরোধী স্টিকার সম্পৃক্ত উপকরণ বিতরণ করা হয়।

এসব কাজে সহায়তা প্রদান করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহের অফিস সহকারী কাম কম্পিউটার পরিচালনাকারি মোঃ আমজাদ আলী। আমজাদ আলী বলেন, আমাদের খোরশিদ স্যার গত ২১ নভেম্বর ২০২১ তারিখে যোগদানের পর থেকে ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের কার্যক্রম গতিশীলতা পেয়েছে। তিনি অফিস সময় বাদেও কাজ করেন। অনেক সময় খাবার না খেয়েও অপারেশন নিয়ে ব্যাস্ত হয়ে পড়েন। এবং উনার অনুসরণ করে সকল কর্মকর্তা ও কর্মচারী অফিসের কাজে ব্যস্ত সময় পার করেন।

এ ব্যাপারে সাংবাদিকদের সাথে গত ২০ মে কথা বলার একপর্যায়ে উপপরিচালক খোরশিদ আলম বলেন, দেশের অভ্যান্তরে যাতে মাদক ব্যাবসায়ীদের কারসাজি বন্ধ করা যায়, তার সব টুকু প্রচেষ্টা আমার আছে। আমি আপ্রাণ চেষ্ট করে যাবো মাদক নির্মূলে। তিনি এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

(এনআরকে/এসপি/মে ২০, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test