E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগে স্থানীয় ও ঠিকাদারের সাথে হাতাহাতির ভিডিও ভাইরাল

২০২৪ মে ১৬ ১৮:৪১:০২
মাদারীপুরে রাস্তা সংস্কারে অনিয়মের অভিযোগে স্থানীয় ও ঠিকাদারের সাথে হাতাহাতির ভিডিও ভাইরাল

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর উপজেলার পুরানবাজারের কাঁচাবাজার থেকে রাস্তি ইউনিয়নের কুমার নদের পাড় পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা সংস্কার কাজের অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের কাজ করার অভিযোগ এনে প্রতিবাদ করতে গিয়ে স্থানীয় ও ঠিকাদারের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটছে। হাতাহাতির একটি ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার পুরানবাজারের কাঁচাবাজার থেকে রাস্তি ইউনিয়নের কুমার নদের পাড় পর্যন্ত আধা কিলোমিটার রাস্তা সংস্কার কাজ গত তিন/চার মাসে শুরু হয়। এলজিইডি এর বাস্তবায়নে অগ্রাধিকার প্রকল্পের ১ কোটি ১৫ লাখ টাকা মূল্যের কাজটি পান মেসার্স ইসতি এন্টারপ্রাইজেই নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে ঠিকাদার প্রতিষ্ঠানটি কাজ পেলেও বাস্তবায়ন করছেন মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেল্লাল হোসেন। চলতি বছরের জানুয়ারীতে কার্যাদেশ পেয়ে এবছরের ডিসেম্বরে কাজটি শেষ করার কথা আছে।

স্থানীয়দের অভিযোগ, রাস্তার সংস্কার করতে ঠিকাদারি প্রতিষ্ঠান নি¤œমানের কাজ করছে। সিমেন্টের পরিমাণ কম দিয়ে নামমাত্র পাথর দিয়ে বেশি পরিমাণ বালুর ব্যবহার করছে। দায়সারা কাজ করছে তারা। তাই অল্পদিনের মধ্যেই রাস্তা দেবে যাবার আশংকা আছে। এই রাস্তা দিয়ে পুরান বাজার থেকে কুমার নদেরপাড়ে ব্যবসায়ীরা প্রতিদিনই যাতায়াত করছে। ব্যবসায়িদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তা। তাই নিন্মমানের কাজের অভিযোগ এনে গত মঙ্গলবার (১৪ মে) দুপুরে স্থানীয়রা প্রতিবাদ করেন। এসময় চেয়ারম্যান বেল্লাল হোসেন ও তার লোকজন প্রতিবাদকারী স্থানীয়দের ওপর চড়াও হয়। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে। পরে সেই হাতাহাতির ঘটনার এক মিনিট ৩০ সেকেন্ডের একটি ভিডিও গত দুইদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এই ঘটনায় ঐদিনই মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মিঠু হাওলাদার, ছালাম, ইয়াসিনসহ একাধিক স্থানীয়রা জানান, ছোট হলেও রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্থানীয় ব্যবসায়িদের জন্য। অনেকেই কুমার নদে নৌকার মাধ্যমে অল্প খরচে পণ্য আনা নেয়া করে। নৌকা থেকে নেমে এই পথ দিয়েই মাদারীপুর শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র পুরানবাজারে আসা-যাওয়া করে। তাই এই সড়কটি সংস্কারের জন্য আমাদের প্রাণের দাবী ছিল। অথচ ঠিকাদারের লোকজন কম সিমেন্ট দিয়ে বেশি বালু আর খোয়া দিয়ে রাস্তাটি নির্মাণ করছে। এতে করে অল্পদিনেই রাস্তা দেবে যাবে। এছাড়া পুরানো ইট দিয়ে গাইড লাইন তৈরি করা হয়েছে। আমরা বিষয়টি ঠিকাদারকে বলার পরেও সে কোন ব্যবস্থা নেয়নি। এছাড়াও দুইদিন আগে স্থানীয়রা প্রতিবাদ করায় এ নিয়ে হাতাহাতির ঘটনাও ঘটছে।

এ ব্যাপারে মাদারীপুর সদর উপজেলার রাস্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেল্লাল হোসেন বলেন, এ ব্যাপারে আমি কোন মন্তব্য করতে চাই না।

মাদারীপুর সদর উপজেলা প্রকৌশলী মনোয়ার হোসেন বলেন, রাস্তার সংস্কারের কাজ ঠিকমতোই করা হচ্ছে। এখানে কোন নিন্মমানের কাজ করা হয়নি। তবে যে হতাহাতির ঘটনা ঘটেছে, তা রাজনৈতিক ব্যাপার জড়িত আছে, যদিও আমি ভিডিওটি দেখিনি।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন বলেন, এ ব্যাপারে বাস্তবায়নকারী এলজিইডিকে সরেজমিনে গিয়ে কাজ তদারকি করার নির্দেশ দেয়া হয়েছে। কোনভাবেই নিন্মামানের কাজ মেনে নেয়া যাবে না।

(এএসএ/এসপি/মে ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test