E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

হাত-পা বেঁধে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

২০২৪ মে ১৩ ১৮:২২:৫৪
হাত-পা বেঁধে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা-স্বর্ণালংকার লুট

মাদারীপুর প্রতিনিধি : সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান জমাদ্দারের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়।

রবিবার (১২ মে) দিবাগত রাতে মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ এলাকায় এই ঘটনা ঘটেছে।

পুলিশ, ভুক্তভোগির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত রাত দুইটার দিকে সৌদিআরব প্রবাসী হাবিবুর রহমান জমাদ্দারের বাড়ির জানালার গ্রিল কেটে মুখোশধারী ডাকাতদল ঘরে প্রবেশ করে। এসময় ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। একপর্যায়ে বাড়ির সবার হাত পা বেঁধে ফেলে। পরে আলমারী ও ড্রয়ার ভেঙ্গে ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা, মোবাইল ফোন, দুটি ল্যাপটপ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় ডাকাতদল। পরে ভুক্তভোগিদের চিৎকার আশে পাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শণ করে সদর মডেল থানা পুলিশ।

ভুক্তিভোগি সৌদি আরব প্রবাসী হাবিবুর রহমান জমাদ্দার বলেন, একসাথে ১০-১৫ জন মুখোশধারী ডাকাত ঘরের ভেতর প্রবেশ করে। প্রথমে তারা আমার মেয়ের ঘরে যায়, সেখান গিয়েই তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে আমাদেরও জিম্মি করে ফেলে। এসময় সবাইকে হাত-পা বেধে ফেলে। এরপর ৩০ ভরি স্বর্ণালংকার, নগদ প্রায় ৫ লাখ টাকা ও মূল্যবান জিনিস নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। আমার সারাজীবনের সঞ্চয় নিয়ে গেছে ডাকাতদল। আমি এর বিচার চাই, পাশাপাশি আমার খোঁয়া যাওয়া সব সম্পত্তি ফেরতও চাই।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম সালাউদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

(এএসএ/এসপি/মে ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test