E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান

২০২৪ মে ১২ ১৪:৩৪:২৫
সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান

গৌরাঙ্গ দেবনাথ অপু, নবীনগর : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে শনিবার বিকেলে এক  নান্দনিক আয়োজনে বিশ্বখ্যাত সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে (বাবা আলাউদ্দিনের প্রপৌত্র) ঘটা করে এক 'নাগরিক সংবর্ধনা' দেয়া হয়েছে। স্থানীয় জনপ্রিয় নিউজ পোর্টাল নবীনগরের কথা'র দর্শকনন্দিত ভার্চুয়াল টকশো'র তিন বছর পূর্তি উপলক্ষে ওস্তাদজীকে  এ নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।

বাংলাদেশের বৃহৎ চা উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান ইস্পাহানী চা লিমিটেডের টাইটেল স্পন্সরে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

শনিবার বিকেল ৫-টায় শুরু হওয়া বিশাল আয়োজনে অনুষ্ঠিত ওই নাগরিক সংবর্ধনার শুরুতেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

এরপর তুমুল করতালির মধ্য দিয়ে এ সময়ে সরোদের রাজকুমার খ্যাত ওস্তাদ সিরাজ আলী খানকে আয়োজকদের পক্ষ থেকে দু'জন নারী যথাযথ সম্মানের সঙ্গে তাঁকে বিশাল মঞ্চে নিয়ে যায়। এসময় হল ভর্তি উপস্থিত সকলে দাঁড়িয়ে ওস্তাদজীকে সম্মান ও শ্রদ্ধা জানান। সেসময় মঞ্চে আগত অনুষ্ঠান সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীম, 'উদ্বোধক' পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ বিল্লাল হোসেন, 'মূখ্য আলোচক' দেশের প্রতিথযশা সাংবাদিক, জিটিভি'র সাবেক সিইও ও বর্তমানে গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম ও অ্যামেরিকার প্রখ্যাত টপটালের জুরিবোর্ডের অন্যতম সদস্য (বাংলাদেশের একমাত্র প্রতিনিধি) সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার পার্থরাজ দেব সম্মিলিতভাবে আয়োজকদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথি ওস্তাদ সিরাজ আলী খানের হাতে একটি দৃষ্টিনন্দন "সম্মাননা স্মারক" তুলে দেন।

এরপর সংবর্ধিত অতিথির হাত থেকে মঞ্চের এসব গুণী অতিথিদের প্রত্যেকেই 'শুভেচ্ছা স্মারক' গ্রহণ করেন।

পরে সংবর্ধিত অতিথি ওস্তাদ সিরাজ আলী খানের হাত থেকে একে একে আরও 'শুভেচ্ছা স্মারক' গ্রহণ করেন অনুষ্ঠানে আগত 'বিশেষ অতিথি' প্রথম আলোর ইভেন্ট ও অ্যাক্টিভিশের মহাব্যবস্থাপক (এম,এমডি) অরূপ কুমার ঘোষ, বিশিষ্ট উচ্চাংগ, গজল ও নজরুল সঙ্গীত শিল্পী শেখ জসীম, নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহ্বুব আলম, সিনিয়র সাংবাদিক, নিউজ ২৪ডট ওয়েবসাইট ইউটিউক চ্যানেলের প্রধান সম্পাদক সুভাষ সাহা, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহির রায়হান ও নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী।

এরপর অনুষ্ঠানের মিডিয়া পার্টনার অনলাইনভিত্তিক স্থানীয় গণমাধ্যম নবীনগর টিভির সম্পাদক সাইদুল আলম সোরাব, টিভি ওয়ানের সম্পাদক এস এ রুবেল, বিবি নিউজের সম্পাদক মাহাবুব মোর্শেদ, স্টার টিভির সম্পাদক শাহীন রেজা টিটু ও নিউজ ২৪বিডির সহ সম্পাদক শুভ্রা সাহার হাতে মঞ্চের অতিথিবৃন্দ শুভেচ্ছা স্মারক তুলে দেন।

পরে সংক্ষিপ্ত আলোচনায় আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে নবীনগরের কথা আয়োজিত নাগরিক সংবর্ধনা ও সরোদ সন্ধ্যা অনুষ্ঠানটির উচ্ছসিত প্রশংসা করে এ ধরণের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহবান জানান।

পরে দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত "সরোদ সন্ধ্যা"য় বাবা আলাউদ্দিন সৃষ্ট 'দীপিকা' রাগে সরোদ পরিবেশন করেন সংবর্ধিত অতিথি ওস্তাদ সিরাজ আলী খান।
এসময় ভারতের কলকাতা থেকে আগত পন্ডিত প্রাণ গোপাল ব্যানার্জী, দীপ্তনীল ভট্টাচার্য ও মৈনাক বিশ্বাস ওস্তাদজীকে তবলা ও সরোদে সহায়তা করেন।

এদিকে সরোদ সন্ধ্যা'র শেষের দিকে অনুষ্ঠানে ঢাকা থেকে আগত 'বিশেষ আমন্ত্রিত অতিথি' দেশের প্রখ্যাত 'মিউজিক কম্পোজার' বিশিষ্ট উচ্চাংগ ও নন্দিত গজল গায়ক শেখ জসীম দর্শকদের বিশেষ অনুরোধে জগজিৎ সিং, গোলাম আলী ও মেহেদী হাসানের জনপ্রিয় বেশ কয়েকটি গজলসহ পরপর কিছু রাগাশ্রিত বাংলা ও হিন্দী গান গেয়ে শোনান।

এসময় তাঁকে তবলায় সহযোগিতা করেন সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।

প্রায় পৌণে পাঁচঘন্টা ধরে চলা ওস্তাদ সিরাজ আলী খানের ব্যতিক্রমী এই নাগরিক সংবর্ধনা ও সরোদ সন্ধ্যা অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা, নবীনগরের কথার সম্পাদক, সিনিয়র সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু।

পুরো অনুষ্ঠানটি গভীর রাত পর্যন্ত হল ভর্তি দর্শক স্রোতারা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন।

ইস্মপাহানী নিবেদিত মঞ্চের বিশাল এলইডিতে প্রদর্শিত অত্যাধুনিক সাউন্ড সিস্টেম দ্বারা অনুষ্ঠিত ওস্তাদ সিরাজ আলী খানের নাগরিক সংবর্ধনা ও সরোদ সন্ধ্যা অনুষ্ঠানটিকে এ যাবৎকালের মধ্যে এটি একটি মারভেলাস, সার্থক, সফল ও সেরার সেরা আয়োজন বলে অভিহিত করেছেন অনুষ্ঠানে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দসহ অনেক দর্শক স্রোতা।

(জিডিএ/এএস/মে ১২, ২০২৪)

পাঠকের মতামত:

০৮ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test