E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল সনজিবের

২০২৪ মে ০৬ ১৮:১১:০১
নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল সনজিবের

মাদারীপুর প্রতিনিধি : আড়িয়াল খা নদে গোসল করতে গিয়ে বজ্রপাতে সনজিব বল্লভ (৩৫) নামে এক মিষ্টির দোকানের কর্মচারী মারা গেছেন। এই ঘটনায় দিগেন বৈদ্য (৪০) নামের আরো একজন আহত হয়েছেন।

সোমবার (৬ মে) বিকেল সারে ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার পুরানবাজার এলাকায় এই ঘটনা ঘটেছে।

স্থানীয়, হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার নগেন বল্লভের ছেলে সনজিব বল্লভ দীর্ঘদিন ধরে মাদারীপুর থাকেন। সে মাদারীপুর সদর উপজেলার পুরানবাজার এলাকার আজমেরি মিষ্টির দোকানে কর্মচারী হিসেবে কাজ করছিলেন। প্রতিদিনের মতো দুপুরে আড়িয়াল খা নদে গোসল করতে যান সনজিব বল্লভ ও আরেক কর্মচারী দিগেন বৈদ্য। এসময় বজ্রপাতে সনজিব গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের পুদিস বৈদ্যর ছেলে দিগেন বৈদ্য আহত হন। তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

আহত দিগেন বৈদ্য বলেন, আমি ও সনজিব দুজনে মিলে আড়িয়াল খা নদে গোসল করতে যাই। এসময় হঠাৎ বজ্রপাত হয়। দেখি আগুনের মতো একটা জ¦লে উঠে। এসময় আমার পা কালো হয়ে যায় এবং ফুলে যায়। আর সনজিব পড়ে যায়। আমরা চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে আমাদের দুইজনকে হাসপাতালে নিয়ে আসে। এসময় ডাক্তার সনজিবকে মৃত ঘোষণা করেন।

আজমেরি মিষ্টির দোকানের মালিক রনজিৎ মল্লিক বলেন, সনজিব আমাদের দোকানে কর্মচারী ছিলেন। আড়িয়াল খা নদে গোসল করতে গেলে বজ্রপাতে মারা যান। আরেক কর্মচারী দিগেন বৈদ্য এই ঘটনায় আহত হয়েছেন।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আবু সফর হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সনজিব এখানে আসার আগেই মারা গেছেন।

(এএসএ/এসপি/মে ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test