E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত  

২০২৪ মে ০১ ১৫:৪৫:০৫
শ্রীনগরে ফিরুজা বেগমের গণসংযোগ অব্যাহত  

শ্রীনগর প্রতিনিধি : আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ও জাতীয় মহিলা সংস্থা শ্রীনগর শাখার চেয়ারম্যান ফিরুজা বেগমের গণসংযোগে  অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী তিনি শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের বেজগাঁও ও চকবাজার এলাকায় গণসংযোগ করেছেন ।

এসময় তিনি স্থানীয় ভোটারদের কাছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাকে সমর্থন দিয়ে সবাইকে পাশে থাকার আহ্বান জানান। তিনি ভোটারের উদ্দেশ্য বলেন আমি নির্বাচিত হলে সমাজে পিছিয়েপড়া নারীদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি করে তাদের স্বাবলম্বী করার ব্যবস্থা করব।

ফিরুজা বেগম উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বলেন, আপনারা যেনে আনন্দিত হবেন আমি উপজেলার যখন যেখানে আমার প্রচারণায় গিয়েছি অধিকাংশ এলাকার পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের পক্ষ থেকে বেশি সাড়া পেয়েছি । কারণ আমি দীর্ঘ সময় অসচ্ছল মহিলাদের জন্য জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে কাজ করে যাচ্ছি। আশা করি ভোটাররা আমার সাথে আছে।

উল্লেখ ফিরুজা বেগম শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ হোসেন এর ছোট বোন। এ কারণে উপজেলাব্যাপী মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীর হিসেবে ফিরুজা বেগমের বেশ পরিচিতি রয়েছে।

আগামী ২৯ মে তৃতীয় ধাপে শ্রীনগর উপজেলা পরিষদসহ দেশের ১১২ টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। সে হিসেবে আগামী ২ মে প্রার্থীদের মনোনয়ন পত্র জমার শেষ দিন। এছাড়া পর্যায়ক্রমে মনোনয়ন পত্র যাচাই-বাছাই, আপীল, প্রার্থীতা প্রত্যাহার। পরে ১৩ মে সারা দেশে প্রতীক বরাদ্দ দিবে নির্বাচন কমিশন ।

(এএ/এএস/মে ০১, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test