শুকিয়ে যাচ্ছে ঝিনাইদহের নদ-নদী
অরিত্র কুণ্ডু, ঝিনাইদহ : প্রচণ্ড দাবদাহ আর অনাবৃষ্টির কারণে ঝিনাইদহের মাঠ-ঘাট, বিল, জলাশয়, পুকুর ও নদ-নদীর পানি শুকিয়ে গেছে। ফলে দেখা দিয়েছে গোসল ও সুপেয় পানির সঙ্কট। গ্রামের পুকুরগুলোর মধ্যে শিশু কিশোররা খেলা করে। নদীর বুকে চাষ হচ্ছে ধান। প্রচণ্ড খরতাপে চারিদিকে যেন হা হা কার। এদিকে দখলদারদের আগ্রাসন, পলি জমে ভরাট হওয়াসহ নানা কারণে নদ-নদীগুলোর অস্তিত্ব এখন বিলীন হওয়ার পথে। নদী-নালার তলদেশ শুকিয়ে যাওয়ায় সেখানে এখন ধান, তামাকসহ বিভিন্ন সবজি চাষ করছেন এলাকার চাষিরা। দেখে মনে হবে নদীর তলদেশ যেন এখন বিস্তীর্ন ফসলি ক্ষেত। এভাবে চলতে থাকলে একসময় পরিবেশ ও জীববৈচিত্র মারাত্মক হুমকির সম্মুখীন হবে বলছেন পরিবেশবাদীরা।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের ভেতর দিয়ে নবগঙ্গা, কুমার, বেগবতি, চিত্রা, কপোতাক্ষ, গড়াইসহ বেশকিছু নদ-নদী প্রবাহিত। তবে একমাত্র গড়াই বাদে সবই এখন মৃত। জেলার ৬ উপজেলায় নদ-নদীর সংখ্যা ১২। এসব নদ-নদীর দৈর্ঘ্য ৪৮৪ দশমিক ৯০ কিলোমিটার। এসব নদীগুলো একসময় নদীপাড়ের মানুষদের কৃষিকাজসহ জীবিকার প্রধান মাধ্যম ছিল। নদীতে চলাচল করতো বড় নৌকা ও জাহাজ।
কলকাতার সঙ্গে রাজবাড়ী, ফরিদপুর ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকার বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এ অঞ্চলের জলপথ। কিন্তু কালের বিবর্তনে পাল্টে গেছে চিত্র। এখন আর নদীতে চলে না মালবাহী নৌকা। বর্ষা মৌসুমে কিছুটা পানি থাকলেও শুষ্ক মৌসুমের শুরুতেই শুকিয়ে যায় এসব নদ-নদী। ফলে এখানকার জীববৈচিত্র রয়েছে হুমকির মুখে।
এছাড়া এ নদ-নদীগুলো স্থানীয়রা যে যার মতো দখল করে চাষ করছে। এক শ্রেণির প্রভাবশালী মহল প্রতিনিয়তই নদীপাড়ে অবৈধ স্থাপনা তৈরি করছে। ফলে সংকুচিত হয়ে যাচ্ছে নদীর প্রশস্ত। এখানেই শেষ নয়। ময়লা-আবর্জনা ফেলে দূষিত করা হচ্ছে নদীর পানি। ঝিনাইদহ শহরের পাশ দিয়ে বয়ে গেছে নবগঙ্গা নদী। এই নদীকে ঘিরেই জেলার নামকরণ হয়েছিল। কিন্তু খননের অভাবে এর অধিকাংশ জায়গা শুকিয়ে গেছে। কোথাও কিছুটা পানি থাকলেও দু’পাড় দখলে অর্ধেকেরও কমে নেমে এসেছে প্রশস্ততা।
জেলা সদরের উদয়পুর গ্রামের নদীর অংশে দেখা যায়, শুকিয়ে যাওয়া নদীর মাঝ দিয়ে যাতায়াতের পথ তৈরি করা হয়েছে। শুকিয়ে যাওয়া নদীর দু’পাড় দখল করে স্থানীয়রা ধানচাষ করেছেন। কেউবা লগিয়েছেন তামাক। অন্যদিকে নদীপাড়ের অবাধে বেড়ে ওঠা ঘাস ব্যবহৃত হচ্ছে গোখাদ্য হিসাবে। অথচ একসময় এ নদীর প্রস্থতা ছিল ৩০০ মিটার। এদিকে চিত্রা নদীর কালীগঞ্জ উপজেলার মধূগঞ্জ বাজার এলাকা, বেগবতী নদীর বিষয়খালী বাজার অংশ, কুমার নদের গাড়াগঞ্জ অংশসহ প্রায় প্রতিটি নদীর ধারেই পড়েছে দখলদারদের থাবা। ২০১৯ সালের ২৩ ডিসেম্বর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে জেলা শহর সংলগ্ন নবগঙ্গা নদীর কিছু অংশ উচ্ছেদ করা হলেও কয়েকদিন পরেই অদৃশ্য কারণে থেমে যায় সে কার্যক্রম।
পাউবোর তালিকা অনুসারে, এখন বিভিন্ন নদ-নদীতে ৬৯ অবৈধ স্থাপনা রয়েছে তবে বাস্তবে এ সংখ্যা কয়েকগুণ বেশি। এছাড়া ১৯৯৩-১৯৯৪ অর্থ বছরের পর আর খনন করা হয়নি বিদ্যমান নদ-নদীর কোনো অংশ।
সদর উপজেলার উদয়পুর গ্রামের মোহাম্মদ রবিউল ইসলাম বলেন, কয়েক বছর আগে কিছু লোক এসে নদী মেপেছিল। তখন তারা বলেছিল খনন করা হবে। এরপরে আর কোনো দিন তাদের দেখলাম না।
অপর বাসিন্দা বাবলু মণ্ডল বলেন, মানুষ যে যার মতো পারছে সীমানা মেপে দখল করে নিচ্ছে। কেউ ধান লাগাচ্ছে, কেউ অন্য চাষ করছে।
জেলা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটির জেলা সভাপতি মাসুদ আহমেদ সনজু বলেন, পরিবেশ-নদী-পানি-প্রাণী একে-অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এর কোনটি ক্ষতিগ্রস্থ হলে অপরটির ওপর প্রভাব পড়ে। ফলে পরিবেশের সার্বিক ভারসাম্য নষ্ট হয়।
তিনি আরো বলেন, আমরা দেখতে পারছি বর্তমান সময়ে নদী পাড়ের বাসিন্দারাই বেশি দখল উৎসবে মেতে উঠছে। তৈরি করছে স্থাপনা। খননের অভাবে ভরাট হয়ে গেছে নদী। এতে পানির অন্যতম উৎস নদ-নদী, জলাশয় নষ্ট হয়ে যাচ্ছে। ধারণা করা হয়, বর্তমান সময়ে পানি সঙ্কটের অন্যতম কারণ জলাশয় নষ্ট হওয়া। এছাড়া নদীকে ঘিরে বেচে থাকা অনেক প্রাণী যেমন কমেছে, তেমনি কমেছে দেশীয় প্রজাতির মাছ। এ অবস্থা থেকে পরিত্রাণের জন্য অবশ্যই নদী দখল মুক্ত করতে হবে। সঙ্গে খনন করে নাব্যতা আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। এছাড়া নদীর যে উৎস্য মুখগুলো আছে সেগুলো পরিচ্ছন্ন রাখতে হবে বলে জানান তিনি।
ঝিনাইদহ পাউবো উপ-সহকারী প্রকৌশলী মহসিন রেজা বলেন, নদ-নদীগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্ট খননের বিষয়ে বোর্ডে প্রস্তাবনা পাঠানো হয়েছে। সেগুলো অনুমোদন হলেই কাজ শুরু করা হবে। আর দখলদার উচ্ছেদ কাজ সামনের দিনগুলোতে পর্যায়ক্রমে শুরু হবে।
(একে/এসপি/এপ্রিল ২৪, ২০২৪)
পাঠকের মতামত:
- ‘সংস্কারের নামে ধোঁয়াশা সৃষ্টি করা যাবে না’
- পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন থাকছে না
- কেন্দুয়ার তারাকান্দিয়া বাজুপাড়ায় শেষ হলো ২৪ প্রহরব্যাপী সম্প্রীতির নামযজ্ঞ
- প্রধান শিক্ষকের উপর হামলা, প্রতিবাদে সড়ক অবরোধ, গাড়ি ভাংচুর
- কোটালীপাড়ায় বিএনপির সভা পণ্ড করল প্রতিপক্ষ
- সুন্দরবনে ৯ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ১৫ জেলে
- মোংলায় আ.লীগ ও বিএনপির মধ্যে সংর্ঘষে আহত ৮
- রামপালে পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপকের বিরুদ্ধে দুদকের মামলা
- বাগেরহাটের গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে দগ্ধ ৫ গরু
- যৌনপল্লীর সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প
- রাজবাড়ীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ‘সৌদি, কাতার ও ওমানের প্রতিশ্রুতি আন্তরিক মনে হয়েছে’
- পাচারের অর্থ ফেরাতে কানাডার সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- নোয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
- দিনাজপুরে দিগন্ত শিল্পী গোষ্ঠীর বার্ষিক প্রীতিভোজে বটমূলে মিলন মেলা
- পঞ্চগড় হাসপাতালে ডাক্তারের শূণপদ পূরণে অনশন, জেলা প্রশাসকের আশ্বাসে স্থগিত
- বোয়ালমারীতে স্কুলের নিরাপত্তা কর্মী আটক, মুখ খুলতে চান না পুলিশ
- মানব পাচার প্রতিরোধে সচেতনতা সভা
- একজন নারী উদ্যোক্তার গল্প
- আমাদের জীবন পরিবর্তনে গ্রন্থ ও গ্রন্থাগারের অবদান অপরিসীম
- সাফজয়ী নারী ফুটবলারকে ধর্ষণ ও হত্যার হুমকি
- স্বেচ্ছাসেবক দল নেতা দিদার হত্যা মামলায় আ. লীগ নেতা কারাগারে
- পঞ্চগড় সদর উপজেলার শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- ‘মূল্যস্ফীতি কমাতে আরও দু-তিন মাস লাগবে’
- ‘নতুন ভোটার হচ্ছেন ৫০ লাখ’
- দেলদুয়ার-নাগরপুরের উন্নয়নে কর্মবীর এমপি টিটু
- প্রজন্মের কাছে এক মুক্তিযোদ্ধার খোলা চিঠি
- নিউ ইয়র্কে পাতাল ট্রেনে ঘুমন্ত নারীযাত্রীকে পুড়িয়ে হত্যা
- ঝিনাইদহে যৌথ বাহিনীর অভিযানে ৩টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
- মঙ্গলবার থেকে ফের শুরু হচ্ছে বৃষ্টি, থাকতে পারে ৪ দিন
- ঈদগাঁওতে দিনব্যাপী শেখ রাসেল শিশু-কিশোর উৎসব
- কাঁপা
- শরীয়তপুরে বজ্রপাতে নিহত ৩
- বাংলাদেশের অর্থনৈতিক সংকট: মুদ্রার অবমূল্যায়ন ও ভবিষ্যতের চ্যালেঞ্জ
- ২০২৪ সালে চার মেধাবী শিক্ষার্থীকে হারিয়েছে ববি
- বাসের ধাক্কায় খাদে লেগুনা, প্রাণ গেলো ৪ জনের
- অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা কলিমুল্লাহ চৌধুরী
- ভোলার তজুমদ্দিনে আত্নরক্ষায় কারাতে প্রশিক্ষণ
- শুরুতে হম্বিতম্বি, এখন চীনের প্রতি নরম সুর ট্রাম্পের
- শাওমি নিয়ে এলো বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৪
- পাঠ্যবইয়ে স্থান পেলেন জ্যোতি-জামাল ভূঁইয়া, বাদ সাকিব-সালাউদ্দিন
- ৯ জানুয়ারি ‘শেখ মুজিব দিবস’ পালন করবে বাংলাদেশ
- আসুন প্রার্থনা করি, আমরা যেন লজ্জা পাই
- ববিতে নতুন কোষাধ্যক্ষ নিয়োগ
- সিটি ব্যাংকের ডিএমডি হলেন মেসবাউল আসীফ সিদ্দিকী