E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফুলপুরে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১১ প্রার্থী

২০২৪ এপ্রিল ১৬ ১৫:১৭:৪৮
ফুলপুরে উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১১ প্রার্থী

শফিকুল ইসলাম, ফুলপুর : আসন্ন ৮ মে ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মোট ১১ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। গত সোমবার (১৫ এপ্রিল) উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিজ নিজ কর্মী-সমর্থক সাথে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন সম্ভাব্য প্রার্থীরা। 

চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান হাবিব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এটিএম মনিরুল হাসান টিটু, ফুলপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, ময়মনসিংহ জেলা শ্রমিক লীগ নেতা আফতাব উদ্দিনসহ মোট ৫ জন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছবুর সবুজ, উপজেলা উলামা লীগের সাবেক সভাপতি মাওলানা আজারুল ইসলাম, শিক্ষক আমিনুল ইসলাম, ডাঃ আবু সাঈদসহ মোট ৪ জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী ও পান্না আক্তারসহ মোট ২ জন।

(এসআই/এসপি/এপ্রিল ১৬, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test