E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

টঙ্গীবাড়ীতে রুহি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

২০২৪ এপ্রিল ০৯ ১৪:০৭:১৪
টঙ্গীবাড়ীতে রুহি ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ

নবারুণ দাশগুপ্ত, টঙ্গীবাড়ী : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নে রুহি ফাউন্ডেশনের উদ্দ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

গত সোমবার রাত ১২ টার দিকে বালিগাঁও ইউনিয়নের ২০ টি পরিবারে রুহি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ঈদ উপহার পৌছে দেয় রুহি ফাউন্ডেশন নামক মানবিক সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মোঃ নাজমুল ইসলাম পিন্টু।

জানাযায়, দেশে করোনাকালিন সময়ে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়াতে উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা নিয়ে খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌছে দেয় সংগঠনটি। এছাড়াও দেশের বিভন্ন জেলা উপজেলাতেও রুহি ফাউন্ডেশন সাধ্যমত খাদ্য সামগ্রী পৌছে দেয় অসহায় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে।

জানাযায়, গত, ২০ আগস্ট ২০২১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পেইজ এর মাধ্যমে রুহি ফাউন্ডেশন নামক মানবিক সংগঠনের আত্মপ্রকাশ হয়। সিলেটের প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত মায়ের সন্তান রুহি আক্তারের জীবন সংগ্রামের ঘটনার উপর ভিত্তি করে রুহি ফাউন্ডেশ নামেই নামকরণ হয় এই সংগঠনটির। এর পর থেকেই সংগঠনটি তাদের সাধ্যমত মানুষের পাশে দাড়িয়ে যাচ্ছে।

রুহি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ নাজমুল ইসলাম পিন্টু জানান, রুহি ফাউন্ডেশ করোনাকালিন সময়ে সকলের সার্বিক সহযোগিতা নিয়ে সাধ্যমত খাদ্য সামগ্রী পৌছে দিয়েছে সুবিধাবঞ্চিত পরিবারের ঘরে। আমরা প্রতিবছর ঈদে রুহি ফাউন্ডেশন কিছু পরিবারের মাঝে সাধ্যমত ঈদ উপহার পৌছে দিচ্ছি। ভবিষ্যতে আরো দিবো। তবে এই মানবিক কাজে সকলের সহযোগিতা প্রয়োজন। যারা আমাদের সাথে সহযোগিতা করছেন বা অংশিদার হচ্ছেন মানবিক কাছে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

(এনডি/এসপি/এপ্রিল ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test