E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফুলপুরে ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষ

২০২৪ এপ্রিল ০৪ ১৭:৪১:৪০
ফুলপুরে ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষ

শফিকুল ইসলাম, ফুলপুর : আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে ঈদ কেনাকাটায় ব্যস্ত মানুষজন। সকল পণ্যের দোকানেই লেগেছে কেনাকাটার ভীড়। ব্যবসায়ীরা নিত্যনতুন পণ্যে সাজিয়েছেন দোকানগুলো। ঈদের আমেজে অনেকেই করেছেন রঙিন বাতির আলোকসজ্জা। তবে কাপড়ের দোকানগুলোতে ক্রেতা সমাগম অনেক বেশী। 

ঈদ উপলক্ষে জুতা, পাঞ্জাবি, জুয়েলারি, ক্রোকারীজ ও মুদি দোকানেও মানুষজনের ভীড় চোখে পড়ার মতো। ফুলপুর বাসস্টেশন ও আমুয়াকান্দা বাজারের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, ঈদ কেনাকাটায় মার্কেটগুলোতে মহিলাদের উপস্থিতিই বেশী।

একজন মহিলা ক্রেতা বলেন, পরিবারের কর্তা অন্য কাজে ব্যস্ত থাকায় আমি নিজেই এসেছি কেনাকাটা করতে। তবে কাপড়ের দাম আগের চেয়ে অনেকটাই বেশী বলে মনে হচ্ছে।

সরকার বস্ত্রালয়ের মালিক শামসুল আলম বলেন, বর্তমানে যেকোনো কাপড় আগের তুলনায় বেশী দামে কেনা। কেনা দামের সাথে মিল রেখেই কাপড় বিক্রি করছি।

ঈদ মার্কেটের নিরাপত্তার বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পৌর শহরের মার্কেটগুলোতে চুরি, ছিনতাইসহ সকল ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে থানা পুলিশ বিশেষ তৎপর রয়েছে। এছাড়া রাস্তায় যানজট ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

(এসআই/এসপি/এপ্রিল ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

১৪ মার্চ ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test