E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মহম্মদপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু 

২০২৪ মার্চ ২৮ ১৮:৪৭:৫০
মহম্মদপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু 

মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকালে উপজেলার বিনোদপুর ইউনিয়নের কানুটিয়া গ্রামে তন্ময় মির্জা (২২) নামের এক ব্যক্তির বজ্রপাতে মৃত্যু হয়েছে। সে কানুটিয়া গ্রামের জামান মীর্জার ছেলে হাফেজ ছিলেন। মাঠে কাজ করার সময়ে তিনি বজ্রপাতে আহত হন।

অন্যদিকে উপজেলা চরপাড়া গ্রামে ওমেদ শেখ (২০) নামের এক জনের বজ্রপাতে মৃত্যু হয়েছে। সে চরপাড়া গ্রামের আফরান (আকুল) শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাঠে কাজ করার সময় ঝড়ো হাওয়াএবং আকস্মিক বজ্রপাত শুরু হয় এ সময় বজ্রপাতের তারা আহত হয়। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মহম্মদপুর থানার পুলিশ পরিদর্শক বোরহান উল ইসলাম বজ্রপাতে-২জনের মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

(বিএস/এসপি/মার্চ ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test