E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

বিলাইছড়ি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান

২০২৪ মার্চ ২৮ ১৮:২৩:১৬
বিলাইছড়ি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির বিলাইছড়ি হাসপাতাল সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি বসতঘর পুড়ে ছাই। ক্ষতিগ্রস্থ এলাকা সরেজমিনে এসে পরিদর্শন করলেন ভারপ্রাপ্ত জেলা পরিষদ চেয়ারম্যান রেমলিয়ানা পাংখোয়া।

বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯ টায় দিকে পরিদর্শনের সময় ক্ষতিগ্রস্থ পরিবার সকলের সঙ্গে কথা বলেন, সান্ত্বনা ও ক্ষতিগ্রস্থ পরিবার ও ক্ষয়ক্ষতি তালিকা করে জেলা পরিষদ পক্ষ থেকে সহযোগিতা প্রতিশ্রুতি দেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, আতুমং মার্মা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী,সাধারণ সম্পাদক এসএম শাহীদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় শর্ট সার্কিট হতে বাজারের পার্শ্ববর্তী বসবাসরত ৬টি ঘরে আগুন লেগে সব পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ঘন্টা ব্যাপী বিলাইছড়ি থানা পুলিশ, রেড ক্রিসেন্ট ও জনতাসহ আগুন নিভাতে সক্ষম হয়। উক্ত বিলাইছড়ি থানায় কোন ফায়ার সার্ভিস না থাকায় মুহুতে মধ্যে সব পুড়ে যায়।

বিলাইছড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতার হোসেন (ওসি) জানান, ঠিক ইফতারের ৫/৬মিনিট আগে আগুন লাগে।থানা পুলিশ ও স্থানীয় জনতার সহয়তায় ঘন্টাব্যাপী প্রাণপণ চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হই। ওসি আরো জানান ৬টি বসতঘরের সব পুড়ে ছাই হয়ে যায়।

বিলাইছড়ি উপজেলার যোগাযোগ শুধু নৌ পথ হওয়ায় রাঙ্গামাটি ও কাপ্তাই থেকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ঘটনাস্থলে আসতে সম্ভব হয়নি।

(আরএম/এসপি/মার্চ ২৮, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test