E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপ্তাইয়ে কৃতি শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ সম্পন্ন

২০২৪ মার্চ ২৮ ১৩:৪৮:৪৬
কাপ্তাইয়ে কৃতি শিক্ষার্থীদের বার্ষিক শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ সম্পন্ন

রিপন মারমা, রাঙ্গামাটি : প্রতি বছরের ন্যায় এবারও রাঙ্গামাটি কাপ্তাই উপজেলা ৫ নংওয়াগ্গা ইউনিয়নের কইংমা রোওয়া শিক্ষা উন্নয়ন সংস্থা (KEDO) উদ্যোগের কুকিমারা(কইংমা রোওয়া) মাঠ প্রাঙ্গণে ১৪তম বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৭ মার্চ বুধবার বিকেল সাড়ে ৩ টায় দিকে প্রথম শুরতেই এমন জাঁকজমক অনুষ্ঠানের মধ্য দিয়ে কইংমা রোওয়া শিক্ষা উন্নয়ন সংস্থা (KEDO) পক্ষ থেকে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করা হয়। বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠানে সাজাইনপ্রু মারমা সঞ্চালনায় থুইচিংপ্রু মারমা স্বাগত বক্তব্য ও থুইচিংহ্লা মারমা সাংগঠনিক বক্তব্যে'র মাধ্যমে সভার সভাপতিত্ব করেন চিংসাথোয়াই মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দীপ্তিময় তালুকদার।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, ভদন্ত ড.নাগাসেন মহাথেরো, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়াগ্গা সংরক্ষিত মহিলা সদস্য প্রনুচিং মারমা ও ফুলাচিং মারমা।

(কুকিমারা পাড়া) কইংমা রোওয়া শিক্ষা উন্নয়ন সংস্থা (kEDO)পরিচালনা কমিটির সকল সদস্য এবং অভিভাবক বৃন্দ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই সময়ে আলোচনা সভায় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করেছেন, তিনি আমাদের শিশুদের উপবৃত্তি প্রদান করছেন, বই সহ যাবতীয় শিক্ষা সামগ্রী বিনামূল্যে প্রদান করছেন, তাই আপনাদের শিশুকে অবশ্যই বিদ্যালয়ে পাঠাবেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে আজকের শিশুরাই আগামীর দায়িত্ববান দেশ প্রেমী হয়ে গড়ে উঠবে।

কইংমা রোওয়া শিক্ষা উন্নয়ন সংস্থা (kEDO) সংগঠনে বক্তারা বলেন, শিক্ষা জাতি মেরুদণ্ড, শিক্ষার কোন বিকল্প নেই, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমাদের প্রতিটি অভিভাবকদের শিশুদের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। শিক্ষা জীবনের শুরুতেই তাদের ভালো মন্দ নির্দেশনা প্রদান করতে হবে। কইংমা রোওয়া শিক্ষা উন্নয়ন সংস্থা (kEDO) সংগঠনটি শিক্ষার্থীদের পাশে ১৪ বছর ধরে আছে বর্তমান ও ভবিষ্যতে থাকবে বিশেষ করে মেধাবী ছাত্রছাত্রীদের সংগঠনে পক্ষ থেকে প্রাধান্য দেয়া হবে।

আলোচনা সভা শেষে উপজেলা শিশু শ্রেণির থেকে এইচএসসি উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের ১'শ তিরানব্বই জনের হাতে তুলে দেয়া হয় শিক্ষা-উপকরণ।এর মধ্যে এইচএসসি A+ ১ জন ও এসএসসিA+ ২জন মোট তিনজন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।যা পেয়ে খুশীতে আত্মহারা শিক্ষার্থী ও অভিভাবক মহল। এর আগে (কুকিমারা পাড়া) কইংমা রোওয়া শিক্ষা উন্নয়ন সংস্থা (kEDO) সংস্থা পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রথম অধিবেশনে শেষে দ্বিতীয় অধিবেশনে উৎসবমুখর পরিবেশে কইংমা রোওয়া (কুকিমারা পাড়া) শিক্ষা উন্নয়ন সংস্থা (kEDO) সংগঠনটি দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৪ কমিটি গঠন করা হয়।

পরে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শেষে সমাপ্তি ঘোষণা করা হয়।

(আরএম/এএস/মার্চ ২৮, ২০২৪)





পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test