E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপ্তাইয়ে আন্তর্জাতিক বন দিবনে আলোচনা সভা ও র‍্যালি

২০২৪ মার্চ ২১ ১৮:৫০:৫৮
কাপ্তাইয়ে আন্তর্জাতিক বন দিবনে আলোচনা সভা ও র‍্যালি

রিপন মারমা, রাঙ্গামাটি : "উদ্ভাবনায় বন, সম্ভাবনায় বন" এ প্রতিপাদ্যকে সামনে রেখে  রাঙ্গামাটি কাপ্তাইয়ে আন্তর্জাতিক বন দিবস ২০২৪ উপলক্ষ্যে আলোচনা সভা ও র‍্যালি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগ কাপ্তাই ও পাপ্লউড বাগান বিভাগে'র উদ্যোগে র‌্যা‌লি ও আলোচনা সভা অনুষ্ঠান আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে সকালে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ দপ্তর হতে একটি র‍্যালি বের হয়ে কাপ্তাই নতুন বাজার প্রদক্ষিণ করে আবারও পাল্পউড বাগান বিভাগ দপ্তরে এসে শেষ হয়। পরে কাপ্তাই বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্রের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় পার্বত‌্য চট্রগ্রাম দ‌ক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাসুম আলম এর সভাপতিত্বে, প্রধান অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম।এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বন উন্নয়ন ও প্রশিক্ষণ কেন্দ্র, কাপ্তাই এর রেঞ্জ কর্মকর্তা মো: আরিফুল ইসলাম, পাল্পউড বাগান বিভাগ, কাপ্তাই সদর রেঞ্জ কর্মকর্তা মো: জাহিদুল ইসলাম।

স্বাগত বক্তব‌্য রাখেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো: আবু সু‌ফিয়ান।
এসময় পার্বত‌্য চট্রগ্রাম দ‌ক্ষিণ বন বিভাগের রাইং‌খিয়ংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা এ এস এম ম‌হি উ‌দ্দিন চৌধুরী, সহ বন বিভা‌গের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বন পরিবেশ রক্ষা করতে হবে। যারা বন ধ্বংস করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহন করা হবে

(আরএম/এসপি/মার্চ ২১, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test