E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

গোপালগঞ্জে দুই দিনব্যাপী গঙ্গা পদ্মা আন্তর্জাতিক উৎসব শুরু

২০২৪ মার্চ ০১ ১৮:০১:২৮
গোপালগঞ্জে দুই দিনব্যাপী গঙ্গা পদ্মা আন্তর্জাতিক উৎসব শুরু

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : বাংলাদেশ ও ভারতের মধ্যে মেলবন্ধন তৈরীর করতে গোপালগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী গঙ্গা-পদ্মা আন্তর্জাতিক প্রতিযোগিতা ও উৎসব। এর আয়োজন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এ প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারতের ১১০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। এমন আয়োজন করায় দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে মনে করছেন সংস্কৃতি প্রেমিরা। এ আয়োজন আগামীকাল শনিবার শেষ হবে।

কাঁটা তারের বেড়া দুই দেশকে বিভক্ত করলেও বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের সাংস্কৃতি একই সূত্রে গাঁথা। তাই দুই দেশের সাংস্কৃতি চর্চা ও বন্ধন দৃঢ় করতে গোপালগঞ্জে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে গঙ্গা-পদ্মা আন্তর্জাতিক উৎসব।

শুক্রবার (০১ মার্চ) দুপুরে শহরের শেখ ফজলুল হক মণি অডিটোরিয়ামে প্রদীপ প্রজ্জ্বলন করে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ। এ প্রতিযোগিতা বাংলাদেশের ৯০ জন ও ভারতের পশ্চিমবঙ্গের ২০ জন সহ মোট ১১০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। এখানে শিল্পীরা নাচ, গান পরিবেশন করে তাদের প্রতিভা উপস্থাপন করবেন।

ভারতের পশ্চিম বঙ্গের নৃত্যমহল একাডেমির কর্ণধর সায়ন্তিকা দত্ত বলেন, ভারত বর্ষ থেকে আমি বাংলাদেশের গোপালগঞ্জে ছুটে এসেছি গঙ্গাঁ-পদ্মা উৎসব করতে। এটি এখন দু’ দেশের মিলন মেলায় পরিনত হয়েছে। আন্তরিকতা দুই দেশের মধ্যে সব সময় ছিল, এখন আমরা একটি মেলবন্ধন তৈরী কারার চেষ্টা করছি। এতে দুই দেশের শিল্পী সংস্থা আরো জাগ্রত হবে।

নৃত্য পরিচালক এম আর ওয়াসিক বলেন, দুই দেশের ভাষা, সাংস্কৃতি, খাদ্যাভ্যাস সবই একই। লালন, রবীন্দ্রনাথ, নজরুল সবই এক আমাদের। বাংলাদেশ ও ভারতের শিল্পীরা অংশগ্রহন করায় দূই দেশের সাংস্কৃতি যেমন এগিয়ে যাবে, তেমনি সম্পর্ক আরো দৃঢ় হবার পশাপাশি কাঁটা তারের দূরত্ব কমে আসবে।

গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক খোন্দকার এহিয়া খালেদ সাদী বলেন, আমরাও বাঙ্গালী ভারতের পশ্চিমবঙ্গ তারও বাঙ্গালী। তাদের মধ্যে শিল্প সংস্কৃতি অনেক পুরানো। ভারত থেকে যদি কোন দল আসে বা আমাদের কোন দল ভারতে যায় তাহলে তারা আমাদের ভালোটা এবং আমরা তাদের ভালোটা গ্রহন করবো। এতে আমাদের সাংস্কৃতি এগিয়ে যাবে।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সম্রাট হাজরা জানান, এ প্রতিযোগিতায় বাংলাদেশের ৯০ জন ও ভারতের পশ্চিমবঙ্গের ২০ জন সহ মোট ১১০ জন প্রতিযোগী অংশ নিয়েছে। এ জেলার শিল্পীরা যাতে ভারতে সাংস্কৃতি থেকে ভাল কিছু শিখে নিজেদের সাংস্কৃতিকে এগিয়ে নেয়ার পাশাপশি বিশ্বের সমানে তুলে ধরতে পারে সেজন্য এ আয়োজন করা হয়েছে।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শেখ জোবায়ের আহমেদ বলেন, এ আযোজন শুধু সাংস্কৃতি না দুই দেশের মধ্যে সম্পর্ক আরো দৃঢ় হবে। শুধু ব্যক্তি পয্যায়ে নয় এমন আয়োজনে সারকারি পৃষ্ঠপোষকতা থাকা প্রয়োজন। আগামীতেও এমন আয়োজন করা হবে।

(টিবি/এসপি/মার্চ ০১, ২০২৪)

বাংলাদেশ ও ভারতের মধ্যে মেলবন্ধন তৈরীর করতে গোপালগঞ্জে শুরু হয়েছে দুই দিনব্যাপী গঙ্গা-পদ্মা আন্তর্জাতিক প্রতিযোগিতা ও উৎসব। এর আয়োজন করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট। এ প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারতের ১১০ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। এমন আয়োজন করায় দুই দেশের সম্পর্ক আরো দৃঢ় হবে বলে মনে করছেন সংস্কৃতি প্রেমিরা। এ আয়োজন আগামীকাল শনিবার শেষ হবে।

পাঠকের মতামত:

২২ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test