E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরী এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

২০২৪ ফেব্রুয়ারি ২৭ ১৮:৩৯:২৯
শ্রীনগরে আলেমন নেছা প্রিপারেটরী এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

শ্রীনগর প্রতিনিধি : শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের উত্তর কামারগাঁওয়ের আলেমন নেছা প্রিপারেটরী এন্ড হাই স্কুলের ২১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার সকাল ৯ টা থেকে দিনব্যাপী ক্রীড়ানুষ্ঠানের কার্যক্রম চলে। বিদ্যালয়ের শারীরিক শিক্ষক অধির রাজবংশীর পরিচালনায় সভাপতি ও অতিথি বৃন্দের আসন গ্রহনের মধ্য দিয়ে সকালে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর পবিত্র কুরআন থেকে তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীত ও জাতীয় পতাকা উত্তোলন, অঙ্গীকার পাঠ, স্কাউট কুচকাওয়াজ ও মশাল দৌড়ের মধ্য দিয়ে খেলার উদ্বোধন ঘোষণা করা হয়।

পুরো খেলায় ধারাভাষ্য বর্ননায় ছিলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শফিকুর রহমান ও সিনিয়র শিক্ষক ফরিদ আহমেদ। খেলার ৫৮ টি ইভেন্টে প্রতিযোগীরা অংশগ্রহন করেন । খেলা শেষে বিকেল ৫ টায় ১৭৪ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ হজরত আলী, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এবং ওকাবের প্রধান উপদেষ্টা মোঃ ইউসুফ রানা, সিজুয়ে কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের প্রিন্সিপাল ওকাব সভাপতি মোঃ আব্দুল লতিফ মিয়া, বিসমিল্লাহ কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ওকাব উপদেষ্টা ও সাবা কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা আবুল হাসেম, লিটল স্টার কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মমিনুল ইসলামসহ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিবাবকগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

(এম/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test