E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দোহাজারী দক্ষিণেশ্বরী কালী মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠিত

২০২৪ ফেব্রুয়ারি ২৭ ১৬:০০:২০
দোহাজারী দক্ষিণেশ্বরী কালী মন্দিরে মহানামযজ্ঞ অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রতিনিধি : প্রতিবছরের মতো গত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি দোহাজারী দক্ষিণেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে নাথপাড়ার উদ্যোগে ৪২তম সর্বজনীন শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়। 

মহতী অনুষ্ঠানের প্রথম পর্বে গত ২৫ ফেব্রুয়ারির ভোর ৫টায় মহানাম সহকারে নগর পরিক্রমা, সকাল ৯ টায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন দোহাজারী পৌরসভার শ্রীশ্রী নারায়ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী রাধানন্দ ব্রজবাসী, সকাল সাড়ে ৯ টায় বিশিষ্ট গীতাপাঠক শ্রী প্রদর্শন দেবনাথের পরিবেশনায় শুরু হয় শ্রীমদ্ভগবদগীতা পাঠ, আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন মন্দির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক ডাঃ শশাঙ্ক শেখর বৈরাগী, দুপুর ১২টায় শ্রীশ্রী দক্ষিণেশ্বরী কালী মায়ের রাজভোগ প্রদান করা হয়, দুপুর ১টায় মহাপ্রসাদ বিতরণ করা হয়। গৌধুলী লগ্নে বৈষ্ণব প্রবর সুজন চক্রবর্তীর পৌরহিত্যে এবং প্রিয়ব্রত গোস্বামীর পরিবেশনায় মহানামযজ্ঞের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় পর্বে ২৬ ফেব্রুয়ারির ব্রহ্মমুহূর্তে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানামযজ্ঞের শুভারম্ভ হয়। দুপুর ১২টায় শ্রীশ্রী ঠাকুরের ভোগানুরাগ প্রদান করা হয়, দুপুর ১টা ও রাত ১০টায় আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ করা হয়। মহানাম পরিবেশনায় ছিলেন চট্টগ্রামের শ্রীশ্রী গোপাল বাড়ি সম্প্রদায়, ভোলার শ্রীশ্রী দেবব্রত সম্প্রদায়, নোয়াখালীর শ্রীশ্রী সমাধি আশ্রম সম্প্রদায় এবং গোপালগঞ্জের শ্রীশ্রী গুরু কৈবল্যনাথ সম্প্রদায়। ২৭ ফেব্রুয়ারির উষালগ্নে নগর পরিক্রমা ও শ্রীশ্রী মহানামযজ্ঞের পূর্ণাহুতি দেওয়া হয়। অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে সার্বিক সহযোগীতা প্রদান করেন দোহাজারীর পৌরসভাব মেয়র মোহাম্মদ লোকমান হাকিম।

(জিবি/এসপি/ফেব্রুয়ারি ২৭, ২০২৪)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test