E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন: ২ শিক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি 

২০২৪ ফেব্রুয়ারি ২৫ ১৭:১৩:৩১
এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন: ২ শিক্ষার্থী বহিষ্কার, ২ শিক্ষককে অব্যাহতি 

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীর পাংশা উপজেলার দুইটি ভেন্যু থেকে এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িত দুই শিক্ষককে আগামী পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) গণিত পরিক্ষায় অসাধু উপায় অবলম্বন করা তাদের বহিষ্কার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

বহিষ্কারকৃতরা হলেন, পাটিকাবাড়ি মোহাম্মদ আলী খান একাডেমি স্কুলের এস এস সি পরিক্ষার্থী রুপোসি আক্তার ও কসবামাজাইল এ এইচ উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থী তানভীর আলম জিসান।

জানা গেছে, উপজেলার কাজী আব্দুল মাজেদ একাডেমি ভেন্যু ও মাছ পাড়া কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রে নকল করে দুই শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিলো। এসময় তাদের হাতেনাতে ধরে বহিষ্কার করে। এছাড়া পাংশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাজী আব্দুল মাজেদ একাডেমি ভেন্যুর একটি কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালনকারী দুই শিক্ষক যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাদেরকে আগামী পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, আমরা স্বচ্ছ পরীক্ষা নেওয়ার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। দুই শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কক্ষে পরিদর্শকের দায়িত্ব পালনকারী দুই শিক্ষক যথাযথভাবে দায়িত্ব পালন না করায় তাদেরকে আগামী পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

(একে/এসপি/ফেব্রুয়ারি ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test