E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

কাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেল আনন্দ ভ্রমণের বাস

২০২৪ ফেব্রুয়ারি ২৩ ১৭:৪০:৫৪
কাপ্তাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেল আনন্দ ভ্রমণের বাস

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ের ব্যাংঙছড়ি স্টিল ব্রিজ নামক এলাকায়  আনন্দ ভ্রমণ বাস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ১৩ জন আহত হয়েছ। 

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টা দিকে চট্টগ্রাম আগ্রাবাদ এলাকা হতে এলিট গ্রুপের লোকজন কাপ্তাইয়ে আনন্দভ্রমণের আসা পথে চট্টগ্রাম -কাপ্তাই প্রধান সড়কের ব্যাঙছড়ি স্টিল ব্রিজ এলাকায় চট্র মেট্রো প্রভাতি বাস (১১-১২৮২) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুমড়েমুচড়ে যায়।

খবর পেয়ে দ্রুত কাপ্তাই ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশসহ স্থানীয় লোকজন এসে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করান।

প্রত্যক্ষদর্শী ও কাপ্তাই ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুর্ঘটনায় বাসে থাকা সকল যাত্রীদের মধ্যে ১৩ জন আহত হন।

তারা আরও বলেন, চট্টগ্রাম আগ্রাবাদ থেকে এলিট গ্রুপের শ্রমিকরা কাপ্তাই আনন্দভ্রমণের আসার পথে ব্যাঙছড়ি স্টিল ব্রিজ নামক এলাকায় এসে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় হয়। দুর্ঘটনার কারণে সড়কে দের ঘণ্টা দূরপাল্লার সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন, বিজিবি অধিনায়ক আমির হোসেন মোল্লাও কাপ্তাই সার্কেল সহকারী পুলিশ সুপার মুহাম্মদ সাইফুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

(আরএম/এসপি/ফেব্রুয়ারি ২৩, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test