E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে ২০টি স্বর্ণের বারসহ ২ জন আটক

২০২৪ ফেব্রুয়ারি ১৪ ১৮:৪০:২৪
শ্রীনগরে ২০টি স্বর্ণের বারসহ ২ জন আটক

শ্রীনগর প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০টি স্বর্ণের বারসহ দুই জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুরে শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় দক্ষিণবঙ্গগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ।

এ সময় বাসে থাকা দুই যাত্রীর শরীর তল্লাশি চালিয়ে ২০টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। পরে স্বর্ণের বার বহনকারী দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন-যশোর বেনাপোল এলাকার আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ মোস্তফা (৩৫) ও যশোরের বাঘারপাড়া এলাকার হামিদ মন্ডলের ছেলে নাজিম মন্ডল (৩৪)।

হাঁসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণের বার বহনকারী ওই দুই জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

(এআই/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test