E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মহম্মদপুরে সরস্বতী পূজা অনুষ্ঠিত 

২০২৪ ফেব্রুয়ারি ১৪ ১৮:০১:২২
মহম্মদপুরে সরস্বতী পূজা অনুষ্ঠিত 

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল থেকে বিদ্যার দেবী সরস্বতী দেবীকে আহবান জানাতে এবং মন্দিরে মন্দিরে এ পূজায় নারী-পুরুষ ও স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ক্লাবে, সর্বজনীন ও পারিবারিক মন্দিরে আনন্দঘন পরিবেশে সরস্বতী পূজার আয়োজন করে আয়োজকরা।

বীণা হাতে হাঁসের উপর বসে থাকা সরস্বতীদেবী। হিন্দু ধর্মাবলম্বীরা প্রতিবছর শ্রী পঞ্চমী তিথিতে এ পূজার আয়োজন করে। গত মঙ্গলবার রাত-৮ টায় শ্রী পঞ্চমী শুরু হয়। বুধবার সন্ধ্যা-৬ টায় শ্রী পঞ্চমী শেষ হবে।

মহম্মদপুরে সরস্বতী দেবীর পূজায় সকাল থেকে উপজেলার বিভিন্ন মন্দিরে অঞ্জলী, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ভক্তদের মাঝে। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হয়।

(বিএস/এসপি/ফেব্রুয়ারি ১৪, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test