E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শ্রীনগরে নিরব হত্যাকারীদের বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

২০২৪ ফেব্রুয়ারি ১৩ ১৭:১৮:৫৯
শ্রীনগরে নিরব হত্যাকারীদের বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

আমিনুল ইসলাম, শ্রীনগর : মুন্সীগঞ্জের শ্রীনগরে এসএসসি পরীক্ষার্থী নিরব হোসেন (১৭ ) কে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কামারগাঁওয়ের আলেমন নেছা প্রিপারেটরি এন্ড হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা আল-আমিন বাজারের সামনের শ্রীনগর-দোহার সড়কে এ মানববন্ধন করে। মানববন্ধন শেষে হত্যাকারীদের ফাসির দাবীতে তারা প্রতিবাদ মিছিল বের করে। প্রতিবাদ মিছিল ও মানববন্ধনে প্রায় তিনশতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কামারগাঁও চৌধুরী বাড়ী প্রাথমিক বিদ্যালয়ের শহিদ মিনারের সামনে ছুরিকাঘাতে নিরবকে হত্যা করে বখাটেরা।

(এআই/এসপি/ফেব্রুয়ারি ১৩, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test