E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

নবগঙ্গা-১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মহম্মদপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

২০২৪ ফেব্রুয়ারি ০৬ ২০:৩৪:৪৪
নবগঙ্গা-১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মহম্মদপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরার মহম্মদপুরে নহাটা ইউনিয়নের সিনিয়র-জুনিয়র এবং বন্ধু মহল সহ এসএসসি ২০১৬ ব্যাচের আয়োজনে,নবগঙ্গা-১৬ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মহম্মদপুর ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।৬ ফেব্রুয়ারি নহাটা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ফাইনাল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।এ শ্বাস রুদ্ধ কর ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেন।মহম্মদপুর ক্রিকেট একাদশ ও মেসার্স খান এন্টারপ্রাইজ ক্রিকেট একাদশ।

টসে জিতে মহম্মদপুর ক্রিকেট একাদশ ফিল্ডিং এর সিদ্ধান্ত গ্রহণ করে।মেসার্স খান এন্টারপ্রাইজ ব্যাট করতে নেমে ১৪ ওভারে ১০ উইকেটে ৯৮ রান সংগ্রহ করে। জবাবে মহম্মদপুর ক্রিকেট একাদশ ১৪ ওভার ৩ বলে৫ উইকেট হারিয়ে-১০৩ রান সংগ্রহ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন মহম্মদপুর ক্রিকেট একাদশের খেলোয়াড় আশিক ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। এই ক্রিকেট ম্যাচ টিতে আম্পায়ারের দায়িত্বে ছিলেন আমির হামজা ও মোস্তাফিজুর রহমান তমাল।

সবশেষে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন মহম্মদপুর ক্রিকেট একাদশের হাতে পুরস্কার হিসেবে ট্রফি এবং একটি ভালো মানের খাসি, এছাড়া রানার্স আপ মেসার্স খান এন্টারপ্রাইজ ক্রিকেট একাদশকে পুরস্কার ও একটি খাসি প্রদান করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নহাটা রাণী পতিত পাবনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূ. হা,ম, হাদিউজ্জামান, সহকারী সহকারী শিক্ষক মোঃ আহম্মদ উল্লাহ। ১৬ ওভারের এই ক্রিকেট ম্যাচ দেখতে দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

এ ফাইনাল ক্রিকেট ম্যাচ পরিচালনায় ছিলেন জসিম, মামুন মোল্লা, মহব্বত সরদার তাপস, মামুন রেজা, আসিফ, সাকিব, রিফাত সহ আরো অনেকে।

(বিএসআর/এএস/ফেব্রুয়ারি ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

২৬ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test