E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ফরিদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

২০২৪ ফেব্রুয়ারি ০৪ ১৭:০১:২২
ফরিদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর থেকে : আজ রবিবার বেলা ১১ টায় ফরিদপুর শহরের মুন্সি বাজারে জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির জেলা সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, রেশন ব্যবস্থা ও ন্যয্যমূল্যের দোকান চালু, নির্বাচন বাতিল, সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, খেলাপি ঋণ ও বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা উদ্ধারের দাবিতে উক্ত বিক্ষোভ সমাবেশ করে দলটি।

এ সময় সিপিবি'র কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক, ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, জেলা রিক্সা ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমদাদ মিয়া, ফরিদপুর জেলা সিপিবি'র সম্পাদক মন্ডলির সদস্য বেলায়েত হোসেন, জেলা কমিটির সদস্য আশরাফুল আলম বাবু প্রমূখ উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে বক্তারা বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমের সমালোচনা করেন।

(আরআই/এসপি/ফেব্রুয়ারি ০৪, ২০২৪)

পাঠকের মতামত:

২১ সেপ্টেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test