E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরা ২ আসন

পঞ্চমবার বিজয়ী হলেন এমপি ড. বীরেন শিকদার

২০২৪ জানুয়ারি ০৮ ১৮:৩৪:০৪
পঞ্চমবার বিজয়ী হলেন এমপি ড. বীরেন শিকদার

বিশ্বজিৎ সিংহ রায়, মহম্মদপুর : মাগুরা-২আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে পঞ্চমবারের মতো সংসদ সদস্য হিসেবে বিজয়ী হলেন ড. শ্রী বীরেন শিকদার।

গত রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এ আসনে-৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মহম্মদপুর-শালিখা ও মাগুরা সদরের ৪টি ইউনিয়ন নিয়ে গঠিত মাগুরা-২আসন।

মাগুরা-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পঞ্চম বার ড. শ্রী বীরেন শিকদার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে-১ লাখ ৫৬ হাজার ৪৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে মহম্মদপুর উপজেলা জাতীয় পার্টির কার্যক্রমের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ আলী-১৩ হাজার-২শ৬২ ভোট পেয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে মোঃমশিয়ার রহমান ৬,০৪৪ ভোট, বাংলাদেশ কংগ্রেসে থেকে ডাব প্রতীক নিয়ে এ্যাডঃ কাজী রেজাউল হোসেন-১,১২৮ ভোট, তৃণমূল বিএনপি'র প্রার্থী সোনালী আশঁ প্রতীক নিয়ে মোঃ আখিদুল ইসলাম পেয়েছেন-৬৩৪ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে একতারা প্রতীক নিয়ে মোঃ আসাদুজ্জামান পেয়েছেন-৪১৪ ভোট পেয়েছেন।

গত রবিবার রাতে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, রিটার্নিং অফিসার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদীয় আসন মাগুরা-২এর বেসরকারী ফলাফল কার্যালয়ে ঘোষণা করেন।

(বিএস/এসপি/জানুয়ারি ০৮, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test