E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাদারীপুরে দুইটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

২০২৪ জানুয়ারি ০৭ ২২:৪৩:৪০
মাদারীপুরে দুইটিতে আওয়ামী লীগ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

আয়শা সিদ্দিকা আকাশী, মাদারীপুর : মাদারীপুরে উৎসব মুখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে চলে বিকেল ৪ টা পর্যন্ত। 

মাদারীপুরের ৩টি সংসদীয় আসনের ভোট গণনা শেষে রবিবার রাতে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।

তিনি জানান, মাদারীপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের নূর-ই আলম চৌধুরী ১ লাখ ৯৬ হাজার ৭৩১ ভোট পেয়ে বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের মো. মোতাহার হোসেন সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৮২৬ ভোট।

মাদারীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের শাজাহান খান ২ লাখ ২৩ হাজার ৫১৮ ভোট পেয়ে বেসরকারীভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পাটির লাঙ্গল প্রতীকের একেএম নুরুজ্জামান পেয়েছেন ৩ হাজার ৪১৫ ভোট।

মাদারীপুর-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করে ৯৬ হাজার ৬৩৩ ভোট পেয়ে বেসরকারীভাবে এমপি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের ড. আবদুস সোবহান মিয়া গোলাপ পেয়েছেন ৬১ হাজার ৯৭১ ভোট।

(এএসএ/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২১ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test