E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মাগুরা ১ আসনে বিপুল ভোটে বিজয়ী সাকিব আল হাসান

২০২৪ জানুয়ারি ০৭ ২২:২৮:৩৩
মাগুরা ১ আসনে বিপুল ভোটে বিজয়ী সাকিব আল হাসান

মাহমুদ ফজল, মাগুরা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসনে আওয়ামীলীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে সাকিব আল হাসান বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

মাগুরা ১ আসনের ১৫২ কেন্দ্রের সবগুলোর বেসরকারি ফলাফলে দেখা যায় নৌকা প্রতিক নিয়ে সাকিব আল হাসান পেয়েছেন ১ লক্ষ ৮৫ হাজার ৩৮৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলদেশ কংগ্রেস এর প্রার্থী ডাব প্রতীক নিয়ে কাজী রেজাউল হোসেন পেয়েছেন ৫ হাজার ৯৯৩ ভোট । ভোটার উপস্থিতি ছিল শতকরা ৪৭ ভাগ।

মাগুরার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব আবু নাসের বেগ রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে বেসরকারি এ ফলাফল ঘোষনা করেন।

সাকিব আল হাসানের বিজয়ের খবরে দলীয় নেতাকর্মী ও তার শুভাকাঙ্খীরা খন্ড খন্ড মিছিল ও শ্লোগান নিয়ে তার বাসভবনে যায় এবং তাকে ফুলেল শুভেচছা জানায়।

মাগুরা ১ আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ১৫২ টি। মোট ভোটার ৪ লক্ষ ৪৯১ জন। যাদের মধ্যে পুরুষ ভোটার ২০০৮৬৩ জন, নারী ভোটার ১৯৯৬২৬ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার ০২ জন। এ আসনে কোন ধরনের সহিংস ঘটনা ছাড়াই শান্তিপূর্নভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়।

(এমএফ/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

২৭ ডিসেম্বর ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test