E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

একতরফা ডামি নির্বাচন বর্জনের আহ্বানে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের কর্মিসভা 

২০২৪ জানুয়ারি ০৬ ১৭:৫৩:০৮
একতরফা ডামি নির্বাচন বর্জনের আহ্বানে বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের কর্মিসভা 

এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : একতরফা আমি-ডামি নির্বাচন বর্জনের আহ্বানে, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট বগুড়ার কর্মিসভা আজ শনিবার (৬ জানুয়ারি ২০২৪) সকাল সাড়ে এগারোটায় বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাসদ সদস্য সচিব এডভোকেট দিলরুবা নূরীর সভাপতিত্বে এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য সাজেদুর রহমান ঝিলাম-এর সঞ্চালনায় কর্মিসভা অনুষ্ঠিত হয়। এক সংবাদ বিজ্ঞাপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

কর্মিসভার আলোচনায় অংশ বাম গণতান্ত্রিক জোট বগুড়ার অন্যতম শীর্ষ নেতা ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি জিন্নাতুল ইসলাম জিন্না, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ফরিদ, বাসদের অন্যতম সদস্য সাইফুজ্জামান টুটুল, শহিদুল ইসলাম প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন কমিউনিস্ট পার্টি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সন্তোষ পাল, বাসদ সদস্য মাসুদ পারভেজ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা নেতা নিয়তি সরকার নিতু, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সভাপতি সাব্বির আহমেদ রাজ।

কর্মিসভা থেকে নেতৃবৃন্দ একতরফা ডামি নির্বাচন বর্জনে কর্মি-সংগঠকদের সক্রিয় থাকবার আহ্বান জানান এবং দেশবাসীকে নির্বাচন বর্জনে আহ্বান জানান। অবিলম্বে নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে, সংখ্যানুপাতিক নির্বাচনের দাবিতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

(এটিআর/এসপি/জানুয়ারি ০৬, ২০২৪)

পাঠকের মতামত:

০৩ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test